X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শুরুর ধাক্কা কাটিয়ে কিউইদের লড়াই

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ১২:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১২:৪৯

উইলিয়ামসনের ব্যাটে লড়াইয়ে ফেরে নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই টেস্টে ইংল্যান্ডকে ৩৫৩ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসের শুরুতে বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। তবে কেন উইলিয়ামসনের হাফসেঞ্চুরিতে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। শুক্রবার ৪ উইকেটে ১৪৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে কিউইরা। ৬ ‍উইকেট হাতে রেখে ২০৯ রানে পিছিয়ে তারা।

৬৭ রানে বেন স্টোকস নতুন দিনের খেলা শুরু করেন, ১৮ রানে ওলি পোপ। দিনের ১১তম ওভারে ৭৪ রানের এই জুটি ভেঙে দেন টিম সাউদি। এই ধাক্কা বেশ জোরেশোরে লেগেছিল ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে। সাউদি তার টানা দুই ওভারে ৩ উইকেট নেন ৯ রানের ব্যবধানে।

নিউজিল্যান্ডের এই পেসার দিনের প্রথম শিকার করেন স্টোকসকে ফিরিয়ে। ১৪৬ বলে ১২ চারে ৯১ রানে তাকে রস টেলরের ক্যাচ বানান সাউদি। ডানহাতি পেসার পরের ওভারে টানা দুই বলে পোপ (২৮) ও স্যাম কারানকে (০) ফেরান। জোফরা আর্চার হ্যাটট্রিক বল ঠেকান। অবশ্য ট্রেন্ট বোল্টের কাছে পরের ওভারে বিদায় নেন তিনি।

নতুন দিনে সাউদ্দি বড় ধাক্কা দেন ইংল্যান্ডকে এরপর জ্যাক লিচের সঙ্গে জস বাটলারের ৫২ রানের জুটি প্রতিরোধ গড়ে। ৭০ বলে ৪৩ রান করে নেইল ওয়াগনারের শিকার হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে সফরকারীদের গুটিয়ে দেন ওয়াগনার।

সাউদি কিউইদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন। তিনটি পান ওয়াগনার, দুটি কলিন ডি গ্র্যান্ডহোম।

জবাব দিতে নেমে স্বাগতিক দুই ওপেনার জিত রাভাল (১৯) ও টম ল্যাথাম (৮) সুবিধা করতে পারেননি। অবশ্য উইলিয়ামসনের সঙ্গে রাভালের ৫৪ রানের জুটি ছিল কার্যকরী। টেলরের সঙ্গে ৩৪ ও হেনরি নিকোলসের সঙ্গে ২১ রানের জুটি গড়ার পথে ৩১তম ফিফটি করেন উইলিয়ামসন।

শেষ বিকেলে উইলিয়ামসনকে আউট করে উল্লাসে মাতে সফরকারীরা। ৮৫ বলে ৭ চারে ৫১ রান করেন কিউই অধিনায়ক। তিনি কারানের দ্বিতীয় শিকার হওয়ার পর নিকোলস ও বিজে ওয়াটলিংয়ের ১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করে নিউজিল্যান্ড। ২৬ রানে নিকোলস ও ৬ রানে ওয়াটলিং অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিন শেষে

ইংল্যান্ড: প্রথম ইনিংসে ৩৫৩/১০ (স্টোকস ৯১, বাটলার ৪৩; সাউদি ৪/৮৮, ওয়াগনার ৩/৯০)

নিউজিল্যান্ড: প্রথম ইনিংসে ৫১ ওভারে ১৪৪/৪ (উইলিয়ামসন ৫১, নিকোলস ২৬*, কারান ২/২৮) 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ফাহাদ
দুবাইতে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ফাহাদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ