X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সিমন্স ঝড়ে ভারতকে হারিয়ে সমতায় উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৯, ২৩:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২৩:০২

লুইসের সঙ্গে দারুণ জুটিতে জয়ের ভিত গড়েন সিমন্স তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কার হচ্ছে, সেটা চূড়ান্ত হতে যাচ্ছে শেষ ম্যাচে। রবিবার থিরুভানাথাপুরমে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে সহজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লেন্ডল সিমন্সের ঝড়ো ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে সফরকারীরা। তাতে ১-১ এ সিরিজে সমতা ফিরিয়েছে উইন্ডিজ।

আগামী বুধবার মুম্বাইয়ে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। ওই ম্যাচটি নিয়মরক্ষার হতে দেয়নি উইন্ডিজ। গ্রিনফিল্ড স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে তারা ভারতকে আটকায় ৭ উইকেটে ১৭০ রানে। এরপর সিমন্সের আগ্রাসী ব্যাটে ১৮.৩ ওভারে ২ উইকেটে ১৭৩ রান করে ক্যারিবিয়ানরা।

হায়দরাবাদে ঝড় তোলা বিরাট কোহলি দ্বিতীয় ম্যাচে ১৯ রানেই বিদায় নেন। তার এই ব্যর্থতার দিনে দারুণ অবদান রাখেন শিবম দুবে। ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের ঝড়ো ইনিংসে ভারত চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে। ২৭ বলে ২ চার ও ৪ ছয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন তিনি। দুবে ৫৪ রানের সেরা ইনিংস খেলেন ৩০ বলে, ৩টি চার ও ৪টি ছয়ে।

লোকেশ রাহুল ও রোহিত শর্মার ২৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর দুবে ইনিংস সেরা জুটি গড়েন। কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ৪১ রান যোগ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। রোহিতকে নিয়ে আগের জুটিতে অবদান রাখেন ৩১ রান করে।

হাফসেঞ্চুরি করেন শিবম দুবে শেষ দিকে ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ঋষভ পান্তের ঝড়ো জুটি স্বস্তিতে রাখে। ২২ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৩ রানে অপরাজিত ছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

কেসরিক উইলিয়ামস ও হেইডেন ওয়ালশ ক্যারিবিয়ানদের পক্ষে দুটি করে উইকেট নেন। একটি করে পান শেলডন কট্রেল, খারি পিয়েরে ও জেসন হোল্ডার।

লক্ষ্যে নেমে লেন্ডল সিমন্স ও এভিন লুইসের দুর্দান্ত এক জুটি ওয়েস্ট ইন্ডিজকে জয়ের পথ দেখায়। তাদের জুটি ভেঙেছে ৭৩ রানে। লুইস ৩৫ বলে তিনটি করে চার ও ছয়ে ৪০ রানে আউট হলে ভাঙে এই জুটি।

তারপর সিমন্সের সঙ্গে শিমরন হেটমায়ারও আগ্রাসী ছিলেন। তাদের ২৪ বলে ৩৯ রানের দ্বিতীয় উইকেটের জুটি ভাঙে কোহলির দুর্দান্ত ক্যাচে। টানা দুটি ছক্কা মেরে লং অনের বাউন্ডারিতে তার ক্যাচ হন হেটমায়ার। ১৪ বলে ২৩ রান করেন তিনটি ছয়ে।

নিকোলাস পুরানের সঙ্গে অসাধারণ আরেকটি জুটি গড়ার পথে ৩৮ বলে তিনটি করে চার ও ছয়ে ষষ্ঠ ফিফটি করেন সিমন্স। মাত্র ২৯ বলে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ১৯তম ওভারে নিজের চতুর্থ বাউন্ডারি মেরে পুরান দলকে এনে দেন সহজ জয়। তার ১৮ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছয়। ৪৫ বলে চারটি করে চার ও ছয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন সিমন্স। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের