X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজের পারফরম্যান্সে হতাশ হাবিবুল বাশার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ২৩:০৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২৩:১৬

মোস্তাফিজের পারফরম্যান্সে হতাশ হাবিবুল। ছবি-এমআই মানিক। কোথায় গেলো মোস্তাফিজুর রহমানের স্টক বল কাটার? বিশ্বকাপ থেকেই মোস্তাফিজকে আর পাওয়া যাচ্ছে না! নিজের ছায়া হয়ে যাচ্ছেন। বিষয়গুলো আরও প্রকট হয়ে দেখা দিয়েছে গত কয়েকটি সিরিজে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রীতিমতো হতাশ করেছেন টিম ম্যানেজমেন্টকে।

এমন ফর্মহীনতায় ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে একাদশেও ছিলেন না। বিপিএলের উদ্বোধনী ম্যাচে ৩৭ রানে দুটি উইকেট নিলেও বোলিং ছিল এলোমেলো। সবমিলিয়ে মোস্তাফিজের পারফরম্যান্সে হতাশ হাবিবুল বাশার সুমন। রংপুর রেঞ্জার্সের হয়ে বুধবার মাঠে নেমেছিলেন মোস্তাফিজ। দাসুন সানাকা চার-ছক্কায় মোস্তাফিজের এক ওভারে নিয়েছেন ২৬ রান। এমন নির্বিষ বোলিং দেখে হতাশ ও বিরক্ত হাবিবুল। রংপুর রেঞ্জার্সের টেকনিক্যাল অ্যাডভাইজারের দায়িত্বে আছেন তিনি। এছাড়া জাতীয় দলের নির্বাচকও।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাই হতাশা ঝরলো মোস্তাফিজকে নিয়ে, ‘মুস্তাফিজ এক বছর হলো হারিয়ে যাচ্ছে। মুস্তাফিজের বোলিংয়ে এখন ইয়র্কার নেই। আগে একটা দারুণ ইয়র্কার ছিল বোলিংয়ে। স্লোয়ার বল এখনও আছে। পেসও আস্তে আস্তে বাড়ছে। এখন মোটামুটি ভালো পেসে বল করছে। তবে ইয়র্কার মিসিং। সে একটু বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এটাই আমার ভাবনার বিষয়।’

এই অবস্থা থেকে ফিরতে মোস্তাফিজের নিজেকেই ভাবতে হবে ত্রুটি কোথায়। হাবিবুল বাশার জানালেন, ‘আমার মনে হচ্ছে, ওকে চিন্তা করতে হবে। ম্যাচ শেষে আমরা ব্যাটসম্যানরা, বোলাররা চিন্তা করি কী হচ্ছে। ওকেও ব্যাটসম্যানদের নিয়ে ভাবতে হবে। কোচ হয়তো তাকে বলবে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিকেটারদেরও বোঝা উচিত আমার কীভাবে বোলিং করা উচিত।’

তিনি আরও যোগ করেন, ‘গতকাল প্রথম দুই ওভারে সে দারুণ বোলিং করেছে। কিন্তু শেষ দুই ওভারে সে অনেকটা প্রেডিক্টেবল হয়ে গেছে। একই লেন্থে বোলিং করছে, একইভাবে মার খাচ্ছে। টি-টোয়েন্টিতে সানাকা তো দারুণ ব্যাটসম্যান। মোস্তাফিজ ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেনি।’

২০১৫ সাল থেকে ডেথ ওভারে বাংলাদেশের সেরা অস্ত্র ছিলেন মোস্তাফিজ। কিন্তু সময়ের পরিক্রমায় আজ সে খরুচে বোলার। হাবিবুল বাশারের প্রত্যাশা, ‘মোস্তাফিজ উইকেট পাচ্ছে, কিন্তু খরুচে বোলার হয়ে যাচ্ছে। আমাদের ডেথ ওভারে সেরা বোলার ছিল মোস্তাফিজ। সে যদি খরুচে বোলিং করে, তাহলে পুরো দলের ওপরই চাপ চলে আসে। সে স্পেশাল বোলার হওয়ায় চাওয়াটা একটু বেশি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট