X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দুই ওপেনারের সেঞ্চুরিতে সিরিজে ফিরলো ভারত

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:০৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৫:০৭

রোহিত-রাহুলের ব্যাটে জয়ে ফিরেছে ভারত ঝড়ের পূর্বাভাস ছিল। একে হারের ক্ষত, এর ওপর হাসেনি তার ব্যাট। রোহিত শর্মা গর্জে উঠলেন বঙ্গোপসাগরের কোলঘেঁষা বিশাখাপত্তনমে। হতাশা কাটানো সেঞ্চুরিতে রাঙালেন সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ওপেনিং সঙ্গী লোকেশ রাহুলও শতক পূর্ণ করায় ভারত পেয়ে যায় বিশাল সংগ্রহ। ৩৮৭ রানের সেই পাহাড় আর ‍টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১০৭ রানের জয়ে ভারত সমতা ফিরিয়েছে সিরিজে।

রোহিত খেলেছেন ১৫৯ রানের ইনিংস। তার ওপেনিং সঙ্গী রাহুলের ব্যাট থেকে আসে ১০২। তাতে ওপেনিং জুটিতেই টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত পেয়ে যায় ২২৭ রান। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্তের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ভারত ৫ উইকেটে করে ৩৮৭। কঠিন লক্ষ্যে কুলদীপ যাদবের হ্যাটট্রিকে ৪৩.৩ ওভারে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ২৮০ রানে। ভারতের বিশাল জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।

চেন্নাইয়ের প্রথম ওয়ানডে হার দিয়ে শুরু হয় ভারতের। সিরিজে টিকে থাকতে বিশাখাপত্তনমে জয়ের বিকল্প ছিল না। ভুল করেনি স্বাগতিকরা। আজ (বুধবার) রোহিত-রাহুলের সেঞ্চুরির পর বোলারদের চমৎকার পারফরম্যান্সে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বিরাট কোহলিরা। যেখানে কুলদীপ প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ানডেতে পেয়েছেন দ্বিতীয় হ্যাটট্রিক।

শুরুতে মন্থর ব্যাটিং করলেও সময় গড়ানোর সঙ্গে খোলস ছেড়ে বেরিয়েছেন রোহিত। ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হয়ে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি, চলতি বছরে এটি তার সপ্তম ওয়ানডে শতক। সমান তালে লড়েছেন রাহুল। শিখর ধাওয়ানের চোটে ওপেনিংয়ে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রাখলেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে।

আলজারি জোসেফের বলে রোস্টন চেসের হাতে ধরা পড়ার আগে ১০৪ বলে রাহুল খেলে যান ১০২ রানের ঝলমলে ইনিংস, যাতে ছিল ৮ চারের সঙ্গে ৩ ছক্কার মার। অধিনায়ক বিরাট কোহলি অবশ্য ব্যর্থ। মুখোমুখি প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন কিয়েরন পোলার্ডের শিকার হয়ে।

তবে দিনটি ছিল রোহিতের। সেঞ্চুরি পূরণ করে আরেকটি ডাবলের ইঙ্গিত দিয়েছিলেন। যদিও ১৫৯ রানে তাকে থামান শেলডন কট্রেল। ১৩৮ বলের ইনিংসটি ভারতীয় ওপেনার সাজান ১৭ বাউন্ডারি ও ৫ ছক্কায়।

রোহিতের বিদায়ের পর ঝড় তোলেন শ্রেয়াস ও পন্ত। পন্ত ১৬ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেন ৩৯ রান। আর শ্রেয়াস ৩২ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৩ রান করলে বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। স্বাগতিক ব্যাটসম্যানদের দাপটের দিনে কট্রেল ৯ ওভারে ৮২ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

৩৮৮ রানের কঠিন লক্ষ্যে আস্কিং রেটে নজর রেখে এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৬১ রানের সময় প্রথম উইকেট হারালেও ততক্ষণে পেরিয়ে গেছে ১১ ওভার। ৩০ রান করা এভিন লুইসের বিদায়ে সফরকারীরা হারায় প্রথম উইকেট। এরপর ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শিমরন হেটমায়ার (৪)। রোস্টন চেসও (৪) সুবিধা করতে পারেননি।

৮৬ রানে ৩ উইকেট হারানো ক্যারিবিয়ানদের টেনে তোলেন শাই হোপ ও নিকোলাস পুরান। দুজনই হাফসেঞ্চুরি করে জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। হোপ ৮৫ বলে করেন ৭৮ রান, আর পুরান ৬ চার ও ৬ ছক্কায় ৪৭ ‍বলে করেন ৭৫ রান। শেষ দিকে কিমো পল ৪৬ রান করলে হারের ব্যবধানই যা কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

হ্যাটট্রিক করা কুলদীপ পেয়েছেন ৩ উইকেট। তার মতো মোহাম্মদ সামিরও শিকার ৩ উইকেট। আর ২ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী