X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আকবরই যুব বিশ্বকাপ দলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ২২:০৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

অনূর্ধ্ব-১৯ দল দারুণ বছর কাটিয়েছে আত্মবিশ্বাস সঙ্গে করে আগামী ৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে যুবদল। মিশন তাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এ টুর্নামেন্টের জন্য আকবর আলীকে অধিনায়ক করে আজ শনিবার ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৬ জনকে।

দক্ষিণ আফ্রিকায় রওনার আগে বগুড়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে যুবদল। যুব বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ ও ৯ জানুয়ারি সেই দুটি ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান ও পচেফস্ট্রুমের যুবদল।

১৩ ও ১৫ জানুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবেন আকবররা। ম্যাচ দুটি হবে প্রিটোরিয়া ও জোহানেসবার্গে। গ্রুপ ম্যাচে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও পাকিস্তান। ২১ জানুয়ারি স্কটিশদের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার তিনদিন পর পাকিস্তানের মুখোমুখি হবে তারা। সবগুলো ম্যাচ হবে পচেফস্ট্রুমে।

দারুণ একটি বছর কাটিয়ে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশের যুবদল। ইংল্যান্ডের বিপক্ষে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়ানডে সিরিজ জিতে ২০১৯ সাল শুরু করেছিল তারা। এরপর ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও ওঠে, যেখানে যদিও হারতে হয়েছে ভারতের কাছে। যুব এশিয়া কাপেও ফাইনালে উঠে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। নিউজিল্যান্ডের মাটিতেও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জেতে তারা এবং সর্বশেষ দেশের মাটিতে শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ৪-০ ব্যবধানে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাৎ হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহীন আলম, রাকিবুল হাসান, হাসান মুরাদ।

স্ট্যান্ডবাই: অমিত হাসান, মেহেরাব হাসান, আশরাফুল ইসলাম, মিনহাজুর রহমান, রুহেল মিয়া, আসাদউল্লাহ হিল গালিব।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা