X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জ্বলে উঠেও পরাজিত দলে সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ২২:০১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:০১

সৌম্য সরকার জাতীয় দলে সৌম্যর জায়গাটা এখন আর পাকাপোক্ত নয়। হবেই বা কেন? ব্যাট হাতে ধারাবাহিকতার যে ভীষণ অভাব সৌম্যর। চলমান বঙ্গবন্ধু বিপিএলেও খেলতে পারছিলেন না বড় ইনিংস। শুরুটা ভালো হলেও বাজে শটে নিয়মিত আউট হচ্ছিলেন। যেটি তার মূল কাজ নয়, সেই বোলিংয়ে যদিও ভালো করছেন বিপিএলের শুরু থেকেই। অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন, আজ শনিবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৪৮ বলে খেলেছেন অপরাজিত ৮৮ রানের ইনিংস।কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে কুমিল্লা ওয়ারিয়র্সকে জেতাতে পারেননি বাঁহাতি হার্ডহিটার ব্যাটসম্যান। তবে দল হারলেও দুর্দান্ত এই ইনিংসটির জন্য সৌম্যর প্রশংসাই করেছেন অধিনায়ক ডেভিড মালান।

বিপিএলের প্রথম ছয় ইনিংসে সৌম্যর রান ২৬, ৩৫, ৪১, ১৫, ১০ ও ২০। এমন পারফরম্যান্স দলকে আশা জোগায় না। কিন্তু কুমিল্লা সৌম্যকে বেঞ্চে বসিয়ে রাখার মতো বিলাসিতা করতে পারে না, কারণ তার সামর্থ্য যে প্রশ্নাতীত।  আস্থার প্রতিদান আজ দিলেন ঠিকই। ৩৬ বলে পেয়ে যান বিপিএলে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। দ্বিতীয় হাফসেঞ্চুরির জন্য সৌম্যকে অপেক্ষা করতে হয়েছে পাক্কা ৪৪ ইনিংস। ২০১৫ সালের ডিসেম্বরে রংপুর রাইডার্সের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওই রান করে সৌম্য জিতিয়েছিলেন দলকে। কিন্তু শনিবার ক্যারিয়ারসেরা ইনিংস খেলেও সৌম্য পরাজিত দলে!

সৌম্যর প্রশংসা করতে গিয়ে ডেভিড মালান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সৌম্য অসাধারণ ব্যাটিং করেছে। রান চেজ করতে গেলে যে ধরনের ব্যাটিং দরকার হয়, সৌম্য সেটা করে দেখিয়েছে। সৌম্য তার কাজটা ঠিকমতো করেছে। কিন্তু আমরা কেউ তাকে সহযোগিতা করতে পারিনি। সৌম্য কখনো নিজের আউট নিয়ে চিন্তা করেনি। দলের স্বার্থে এবং প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে আক্রমণাত্মক ব্যাটিং করেছে।’

এদিকে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনও সৌম্যর ব্যাটিং দেখে মুগ্ধ, ‘ওদের দলে অনেক বাঁহাতি, তাই শাফল করে হয়তো সৌম্য ভাইকে নিচে খেলানো হয়েছে। সৌম্য ভাই ব্রিলিয়ান্ট ইনিংস খেলছে, বিস্মিত হইনি। হাতে আরও কিছু বল থাকলে ম্যাচটি ছিনিয়ে নিতেন তিনি।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী