X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১১০-এ লাবুশেনের বছর শুরু, চারে শেষ

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ২২:২৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩১

মার্নাস লাবুশেন মার্নাস লাবুশেনের জন্য ২০১৯ সাল স্মরণীয় হয়ে থাকবে। নামের পাশে দুটি টেস্ট নিয়ে বছর শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, র‌্যাঙ্কিংয়ে ছিলেন ১১০ নম্বরে। সে-ই তিনিই আরও ১১ টেস্ট খেলে চার নম্বরে থেকে শেষ করলেন বছর।
নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে ১৪৩ ও ৫০ রান আগের র‌্যাঙ্কিংয়ে সতীর্থ ডেভিড ওয়ার্নারকে সরিয়ে পঞ্চম স্থানে তুলেছিল লাবুশেনকে। আজ সোমবার প্রকাশিত বছরের শেষ র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগোলেন ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। মেলবোর্নে ৬৩ ও ১৯ রান করে চার নম্বরে থেকে ২০২০ সালে পা রাখবেন তিনি।

গত বছর অক্টোবরে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক লাবুশেনের। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলেন দুটি টেস্ট । এই বছরে নিজের প্রথম ম্যাচ খেলেন অনেকটা ভাগ্যক্রমে, সিডনিতে ভারতের বিপক্ষে। জায়গা ধরে রাখেন শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও, ব্রিসবেনে ইনিংস ব্যবধানে জিততে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুই অঙ্কের ঘরে রান করতে ব্যর্থ হন ২ ইনিংসেই (৬ ও ৪)।

এরপর গ্লামরগানের হয়ে দারুণ খেলে গত আগস্টের অ্যাশেজ দলে জায়গা করে নেন লাবুশেন। তবে একাদশে জায়গা পেয়েছেন ভাগ্যক্রমে। লর্ডসে দ্বিতীয় টেস্টে জোফরা আর্চারের বাউন্সারে স্টিভেন স্মিথ ঘাড়ে আঘাত পেলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ‘কনকাশন সাব’ হিসেবে শেষ ইনিংস খেলেন। বাকিটা শুধুই সাফল্য। ২০০১ সালের পর প্রথমবার অ্যাশেজ ধরে রাখার পথে বাকি তিন ম্যাচে আরও ৩টি হাফসেঞ্চুরি করেন লাবুশেন।

তবে স্মিথ ফিরলেও টপ অর্ডারে জায়গা পাকাপোক্ত করে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের ২ ইনিংসে করেন ১৮৫ ও ১৬২ রান। দুটি ম্যাচই স্বাগতিক অস্ট্রেলিয়া জেতে ইনিংস ব্যবধানে। লাবুশেন একই রূপে ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষেও। আর এতেই একশোর বাইরে থাকা এই ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে উল্লম্ফন। এ বছর ১৭ ইনিংসে ৬৪.৯৪ গড়ে ১১০৪ রান লাবুশেনের।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তার সঙ্গে নাম এসেছে কুইন্টন ডি ককের। সেঞ্চুরিয়ন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১০৭ রানের জয়ে ম্যাচসেরা অবদান এই উইকেটকিপার-ব্যাটসম্যানের। করেন ৯৫ ও ৩৪ রান। তাতে ৮ ধাপ এগিয়ে দশ নম্বরে অবস্থান করছেন তিনি। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

মেলবোর্নে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। বছরের শুরুতে ৪৪ দিন শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা পেসার কাগিসো রাবাদা ২০১৯ শেষ করবেন তিন নম্বরে থেকে। মেলবোর্নে ৭ উইকেট নিয়ে তাকে সরিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড পেসার নিল ওয়াগনার। তার সতীর্থ ভারনন ফিল্যান্ডার বিদায়ী সিরিজের প্রথম ম্যাচ শেষে তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার সেরা পাঁচ পূরণ করেছেন চতুর্থ স্থানে থেকে। অবশ্য অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন তিনি।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা