X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ওয়াহাবের গতিতে তছনছ রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:০৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:১৪

ম্যাচসেরাও হয়েছেন ওয়াহাব ঢাকা প্লাটুনের বঙ্গবন্ধু বিপিএল শুরু হয়েছিল রাজশাহী রয়্যালসের কাছে হেরে। এবার মাশরাফি মুর্তজার দল তাদের ৭৪ রানে হারিয়ে প্রতিশোধ নিলো সেই হারের। তামিম ইকবালের সঙ্গে দুই পাকিস্তানি আসিফ আলী ও ওয়াহাব রিয়াজের নৈপুণ্যে জয়ে ফিরেছে ঢাকা।

তামিম ও আসিফ দুজনেই হাফসেঞ্চুরি করেন এবং তাদের দারুণ জুটির সৌজন্যেই ঢাকা তোলে ৫ উইকেটে ১৭৪ রান। চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে ওয়াহাবের গতিতে টালমাটাল হয়ে পড়ে রাজশাহী। ১৬.৪ ওভারে তাদের ১০০ রানে অলআউট করতে ৫ উইকেট নেন পাকিস্তানের বাঁহাতি পেসার। সতীর্থ থিসারা পেরেরার পর দ্বিতীয় বোলার হিসেবে এই বিপিএলে এমন কীর্তি গড়লেন ওয়াহাব। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত তার বোলিং ফিগারই সেরা: ৩.৪-১-৮-৫। 

৮ ম্যাচে ১০ পয়েন্ট ঢাকার, চার নম্বরেই তারা। আর এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে দুই থেকে তিনে নেমে গেছে রাজশাহী। সমান ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় খুলনা টাইগার্স। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ২০ রানে প্রথম উইকেট হারানো দলটির ৮৪ রানেই নেই ৫ উইকেট। একপ্রান্ত আগলে রাখা তামিমের সঙ্গে দলকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলেন আসিফ। দুজনের মধ্যে বেশি আগ্রাসী ছিলেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান। ২৪ বলে ৪টি করে চার ও ছয়ে হাফসেঞ্চুরি করেন তিনি। তামিম ৩ চার ও ১ ছয়ে এবারের প্রতিযোগিতায় তৃতীয় ফিফটি ছোঁন ৪৪ বল খেলে।

এই বিপিএলে তামিমের তৃতীয় হাফসেঞ্চুরি ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে তামিম অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে, আর ২৮ বলে ৫৫ রানে আসিফ।

লক্ষ্যে নেমে আফিফের ঝড়ো ইনিংসে আশা জাগানিয়া শুরু করে রাজশাহী। লিটন দাসের সঙ্গে তার উদ্বোধনী জুটিতে ৩ ওভারে ৩৯ রান করে তারা। এরপরই বড় ধস। তৃতীয় ওভারে ওয়াহাব বল হাতে নিয়ে লিটন (১০), অলক কাপালি (০) ও শোয়েব মালিককে (০) ফেরান।

পরে আফিফও ইনিংস সেরা ৩১ রানে ফিরে গেলে আর দাঁড়াতে পারেনি রাজশাহী। নাহিদুল ইসলামের (১৪) পর কামরুল ইসলামকে(৭) নিজের পঞ্চম শিকার বানান ওয়াহাব। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া