X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তান ক্রিকেটারদের বেতন কাটবে, যদি...

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ১৭:৩৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৭:৪০

পাকিস্তান ক্রিকেটারদের বেতন কাটবে, যদি... ২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার পর বেশ নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিকি আর্থারকে সরিয়ে কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে মিসবাহ-উল-হককে। ‍একই সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্বেও বদল এনেছে পাকিস্তান। বদলের স্রোতধারায় ‍এবার ফিটনেসে জোর দিয়েছে পিসিবি। এতটাই যে, কোনও খেলোয়াড় ফিটনেস টেস্টের সর্বনিম্ন পর্য‍ায়ে যেতে না পারলে শাস্তি হিসেবে বেতন কাটা যাবে তার!

ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা। এমনকি মিসবাহ কোচের দায়িত্ব নেওয়ার পর খেলোয়াড়দের বিরিয়ানি নিষিদ্ধ করে দিয়েছেন খাবারের মেন্যু থেকে। এবার ফিটনেস নিয়ে আরও কঠোর পিসিবি।

আগামী ৬ ও ৭ ডিসেম্বর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চলবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ‍উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে পিসিবি, ‘কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা দুই দিনের টেস্টে উপস্থিত থাকবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাদাব খান ২০ ও ২১ জানুয়ারি পরীক্ষা দেবে।’

ওই বিবৃতিতেই জানানো হয়েছে, ফিটনেস টেস্টে ন্যূনতম ‘মার্কস’ না পেলে মাসিক বেতনের ১৫ শতাংশ কেটে নেবে পিসিবি। আর এই শাস্তি বহাল থাকবে যতদিন পর্যন্ত না ওই খেলোয়াড় কাঙ্ক্ষিত ফিটনেস লেভেলে পৌঁছান। শুধু এটুকুই নয়, বারবার ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হলে থাকছে আরও বড় শাস্তি। কেন্দ্রীয় চুক্তির জায়গা নড়বড়ে হওয়ার সঙ্গে অবনমনের ঝুঁকিও থাকবে।

এ প্রসঙ্গে পিসিবি পরিচালক (ইন্টারন্যাশনাল ক্রিকেট) জাকির খানের বক্তব্য, ‘এবার আমরা শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা যেন ফিটনেসের ব্যাপারে আরও যত্ন ও দায়িত্বশীল হয়, সেটাই আমাদের লক্ষ্য। একজন পেশাদার অ্যাথলেটের জন্য এটা অন্যতম মৌলিক প্রয়োজনীয় বিষয়।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও