X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আর্চারকে গালি দেওয়া ব্যক্তি ২ বছর নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ১১:১৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:৩৫

আর্চারকে গালি দেওয়া ব্যক্তি ২ বছর নিষিদ্ধ জোফরা আর্চারকে বর্ণবাদী গালি দিয়েছিলেন নিউজিল্যান্ডেরই এক দর্শক। এমন আচরণ করে পার পেয়ে যাচ্ছেন না তিনি। দোষী ব্যক্তিকে মাঠে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

গত বছর ইংলিশ দলে জায়গা পেয়ে এই প্রথম দেশের বাইরে নিউজিল্যান্ডে খেলতে গিয়েছিলেন আর্চার। গত নভেম্বরে সিরিজের প্রথম টেস্টেই ঘটে সেই ঘটনা। আর্চার তখন ঘটনার বিস্তারিত তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দাবি করেন, বে ওভালে তার উদ্দেশে একজন বর্ণবাদী মন্তব্য করেছে। মাউন্ট মঙ্গানুইয়ের সেই ম্যাচটি ইনিংস ও ৬৫ রানে হেরেছিল ইংল্যান্ড।  

এই ঘটনায় তোলপাড় শুরু হয় নিউজিল্যান্ডে। দেশটির ক্রিকেট বোর্ড ক্ষমাও চেয়েছিল আর্চারের কাছে। পুলিশি তদন্তে বেরিয়েছে অকল্যান্ডের ২৮ বছর বয়সী এক লোকের কাণ্ড ছিল এটি। সেই লোক নিজেই ঘটনাটি স্বীকার করেছেন। তাকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

ওই ঘটনার সঙ্গে সঙ্গেই অভিযোগ দাখিল করা হয়েছিল। তদন্তে সিসিটিভি ফুটেজ, অডিও রেকর্ডিংসহ আরও অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করা হয় অভিযুক্ত ব্যক্তিকে বের করার জন্য। পরে জানা গেছে, আর্চার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পরই তার সঙ্গে সেই ব্যক্তি যোগাযোগ করেছিলেন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, তারা সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে তার নিষেধাজ্ঞার বিষয়টিও অবগত করেছেন। এর ফলে ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের মাঠে ঢুকতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হবে পুলিশি পদক্ষেপ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া