X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আসছেন ব্রাজিলের জুলিও সিজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৮:১৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২০:০৮

জুলিও সিজার গত বছরের শেষ দিনে বাফুফে জানিয়েছিল, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে আসছেন ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তি আসার আগেই দেশের মাটিতে পা রাখবেন লাতিন আমেরিকার আরেক সাবেক ফুটবলার জুলিও সিজার। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই গোলকিপার আসছেন ২২ জানুয়ারি।

আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিশ্চিত করেছেন বিষয়টি। চলতি বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে বিশেষ অতিথি হয়ে আসছেন ব্রাজিলের হয়ে ৮৭ ম্যাচ খেলা সিজার। সালাউদ্দিন বলেছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপকে আমরা ভিন্ন মাত্রা দিতে চাইছি। এ কারণে জুলিও সিজারকে আনা হচ্ছে। তিনি আমাদের বিশেষ অতিথি হিসেবে ২২ জানুয়ারি লিসবন থেকে ঢাকায় আসবেন। পরদিন বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন।’

২৩ জানুয়ারি ফর্টিস গ্রাউন্ডে বাফুফের একাডেমি ও নারী ফুটবল দলের অনুশীলন দেখবেন সিজার। পরামর্শও দেবেন একাডেমির গোলকিপারদের। যাবেন ধানমন্ডি ৩২ নম্বরে, সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর উপভোগ করবেন বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল। সংক্ষিপ্ত সফর শেষে ফিরে যাবেন সেদিনই।

২০১৮ সালে অবসরে যাওয়া সিজারের অর্জনের ভান্ডার কম নয়। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইন্টার মিলানে কাটানো এই গোলরক্ষক ইতালিয়ান ক্লাবের হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ। তার সঙ্গে আছে টানা পাঁচটি সিরি-আ জয়ের সুখস্মৃতি। ১২ বছরের ইন্টার ক্যারিয়ারের সঙ্গে উপভোগ করেছেন জাতীয় দলের সময়টাও। খেলেছেন ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ।

তবে ২০১৪ বিশ্বকাপ প্রসঙ্গ উঠলেই লজ্জায় মুখ লুকাতে হয় তাকে। ঘরের মাঠের ওই বিশ্বকাপেই সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। মিনেইরোর সেই ম্যাচে সেলেসাওদের গোলবারের নিচে সেদিন ছিলেন জুলিও সিজার!

/টিএ/কেআর/এএআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা