X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বুরুন্ডির রক্ষণ-দুর্বলতায় চোখ জামালদের

বাংলা ট্রিবিউন রিপোট
২২ জানুয়ারি ২০২০, ১৭:৫১আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৮:০৩

জামাল ভূঁইয়া এখনও উরুতে হালকা ব্যথা আছে। তারপরেও জামাল ভূঁইয়াকে কম আত্মবিশ্বাসী মনে হলো না। যে করেই হোক এবার বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের ফাইনালে খেলতে হবে। ফাইনালের আগে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন শেষবারের মতো। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির বিপক্ষে মাঠে নামার অপেক্ষায়। ফাইনালের স্বপ্নটা ঝিলিক দিয়ে যাচ্ছে এই মিডফিল্ডারের চোখেমুখে।

ফিলিস্তিনের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে উরুতে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নামা হয়নি জামালের। তবে সেমিফাইনালের আগে অনুশীলন করেছেন। খেলার জন্য ফিট দাবি করছেন। সেমিফাইনালে আর সাইড লাইনে বসে থাকতে চাইছেন না। দলকে নেতৃত্ব দিয়ে নিয়ে যেতে চান ট্রফিছোঁয়া দূরত্বে।

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিন গোলের জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে দ্বিগুণ। জামালের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ম্যাচে মনোযোগ ধরে রাখা, ‘আমাদের আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে। বুরুন্ডির বিপক্ষে জিতেই ফাইনালে যেতে চাই। তবে এ ম্যাচে বেশি মনোযোগী হতে হবে।আগের চেয়ে ভালো খেলতে হবে। সেমিফাইনাল ভিন্ন চ্যালেঞ্জ। আর ওরা লঙ্কানদের মতো নয়। কঠিন দল।’

সর্বশেষ এসএ গেমসে বাংলাদেশ ভালো খেলতে পারেনি। সোনা জয় দূরে থাক, তৃতীয় স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। সেই ব্যর্থতা মোচনের মোক্ষম সুযোগ বঙ্গবন্ধু গোল্ডকাপে ইতিবাচক পারফরম্যান্স। জামাল সেটি ভালোভাবেই জানেন, ‘এসএ গেমসে ভালো ফল হয়নি। তবে বঙ্গবন্ধু গোল্ডকাপে শেষ ম্যাচ জিতেছি। এখন এই ট্রফি জিততে পারলে তা হবে বড় অর্জন।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে বুরুন্ডির (১৫২) চেয়ে ৩৫ ধাপ পিছিয়ে  বাংলাদেশ (১৮৭)। তবে একজন সাধারণ দর্শকের মতো জামাল জানেন র‌্যাঙ্কিং সব সময় আসল  চিত্র ফুটিয়ে তোলে না, ‘র‌্যাঙ্কিংয়ে ওরা এগিয়ে। তবে র‌্যাঙ্কিং সব সময় সত্যটা বলে না। আমাদের মধ্যে লড়াই হবে। আমরা যদি ভালো খেলতে পারি, জেতা সম্ভব। ওদের আক্রমণভাগ বেশ শক্তিশালী। তবে রক্ষণভাগটা কিছু অগোছালো। আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে। আক্রমণাত্মক হতে হবে। এছাড়া মধ্যমাঠেও ভালো ডিফেন্ডিং করতে হবে।’

দর্শকদের মাঠে এসে খেলা দেখার উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘দর্শকের উদ্দেশ্যে বলছি মাঠে আসুন। আপনারা মাঠে আসলে খেলতে ভালো লাগে। সবার সমর্থন থাকলে ফাইনালে যেতে পারবো। গ্যালারি খালি থাকলে খেলতে ভালো লাগে না।’

বুরুন্ডির অধিনায়ক তাম্বিআমিশি দুই দলেরই জয়ের সুযোগ দেখেন, ‘দুই দলেরই সামনে ম্যাচ জয়ের সম্ভাবনা আছে। বাংলাদেশ ভালো দল। আমরা যদি ট্যাকটিস অনুযায়ী খেলতে পারি তাহলে জেতা সম্ভব।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা