X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ম্যাকগ্রার সেরা বুমরা, রাবাদা, কোহলি ও স্মিথ

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৫

গ্লেন ম্যাকগ্রা সর্বকালের সেরা পেসারদের একজন তিনি। সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারি ফাস্ট বোলার হিসেবে অবসরে যাওয়া গ্লেন ম্যাকগ্রা বহু তরুণ পেসারের আদর্শ। সেই তিনিই বেছে নিলেন বর্তমান সময়ের সেরা দুই ফাস্ট বোলারকে। একই সঙ্গে সেরা দুই ব্যাটসম্যানের নামও বলেছেন অস্ট্রেলিয়ান গ্রেট।

অনেকদিন ধরে প্যাট কামিন্স টেস্টের সেরা বোলার। এবারের আইপিএলে সবচেয়ে দামি বিদেশির ‘ট্যাগ’ও লেগেছে তার নামের পাশে। নিজে অস্ট্রেলিয়ান হলেও ম্যাকগ্রার সেরার তালিকায় কিন্তু নেই কামিন্স। দেশের পেসারদের বাদ দিয়ে অস্ট্রেলিয়ান গ্রেটের সেরা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ভারতের জসপ্রিত বুমরা।

খুব অল্প সময়ে ক্রিকেট বিশ্বে নিজের নাম ছড়িয়ে দিয়েছেন রাবাদা। প্রোটিয়া পেসারের মতো কম সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিয়েছেন বুমরা। ম্যাকগ্রার কাছে বতর্মান সময়ের সেরা দুই বোলার এরা দুজন। আর ব্যাটসম্যান বাছতে গিয়ে সাবেক অস্ট্রেলিয়ান পেসার সহজেই বলেছেন সময়ের দুই সেরা খেলোয়াড় বিরাট কোহলি ও স্টিভেন স্মিথের নাম।

ম্যাকগ্রার কাছে বুমরা ‘অতুলনীয়’ বোলার, আর রাবাদাকে বর্ণনা করেছেন ‘অসাধারণ’ পেসার হিসেবে। সাম্প্রতিক সময়ে র‌্যাঙ্কিংয়ে তাদের দাপটই দেখা যায়। বুমরা যেমন এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। আর রাবাদা টেস্ট ও ওয়ানডের দুই র‌্যাঙ্কিংয়েই রয়েছেন চার নম্বরে।

সাবেক অস্ট্রেলিয়ান পেসার প্রথমেই বলেছেন বুমরাকে নিয়ে, ‘বুমরা অতুলনীয় এক বোলার। সে খুব বেশি রানআপ নেয় না, যেমনটা বেশিরভাগ ফাস্ট বোলারেরা নিয়ে থাকে। এরপরও তার বলে যেমন ভালো গতি, তেমনি অসাধারণ নিয়ন্ত্রণ। তাছাড়া জায়গামতো বোলিও করতে পারে।’ রাবাদাকে নিয়ে তার বক্তব্য, ‘দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদাও দুর্দান্ত বোলার। আমি তার বড় ভক্ত।’

ব্যাটসম্যান বাছতে গিয়ে খুব বেশি বেগ পেতে হয়নি না ম্যাকগ্রাকে। কোহলি ও স্মিথই তার চোখে সেরা। সময়ের দুই সেরা ব্যাটসম্যানের তুলনা নতুন কিছু নয়। ম্যাকগ্রার কাছে অবশ্য দুজন আলাদা ধাঁচের ব্যাটসম্যান। স্বদেশি স্মিথকে নিয়ে বলেছেন, ‘স্মিথ কিছুটা অন্যরকম। কিছুটা অদ্ভুতও। তবে তার হাত ও চোখের সমন্বয় দারুণ। টেকনিক্যালি সে ব্যাকরণ মেনে খেলে না, তবে যেভাবে ব্যাটিং করে সত্যি দুর্দান্ত।’

ম্যাকগ্রা কোহলির ব্যাটিং মূল্যায়ন করলেন এভাবে, ‘অন্যদিকে রয়েছে কোহলি। ও জাত ব্যাটসম্যান এবং টেকনিক্যালি নির্ভুল। ভারতীয় অধিনায়ক হিসেবে মাঠে সে আগ্রাসী থাকে। তবে খেলোয়াড় হিসেবে সে জাত ব্যাটসম্যান।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়