X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সালমার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ২০:৩৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২০:৩৮

সালমা খাতুন স্কটল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের জন্য  বুধবার দল ঘোষণা করেছে বিসিবি। সালমা খাতুনই অধিনায়ক হলেও সর্বশেষ সাফ গেমসের দল থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে এসেছেন পান্না ঘোষ ও সুরাইয়া আজমিম। বাদ পড়েছেন পূজা চক্রবর্তী ও রাবেয়া। বাদ পড়া দুজনকেই রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

প্রায় দুই সপ্তাহ ধরে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ১০টি দল খেলবে ২৩ ম্যাচ। ২১ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপ, কিন্তু বাংলাদেশ দল ৩ ফেব্রুয়ারি ব্রিসবেনের উদ্দেশ্যে রওনা দেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। সালমারা ওখানে দশ দিনের ক্যাম্প করে আইসিসির ক্যাম্পে যোগ দেবেন ১৪ ফেব্রুয়ারি।

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ওয়াকায় প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। এরপর ২৭ ফেব্রুয়ারি মানুকা ওভালে অস্ট্রেলিয়ার আতিথ্য নেবে বাংলাদেশ। বাংলাদেশের শেষ দুই ম্যাচ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। মেলবোর্নে ম্যাচ দুটি হবে ২৯ ফেব্রুয়ারি ও ২ মার্চ ।

মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে। তিনটি বিসিবির আয়োজনে। দুটি আইসিসির। থাইল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শেষ করবেন সালমারা।

বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড। প্রতিটি দলই গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

বিশ্বকাপ দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মোর্শেদা খাতুন, আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কোবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি ও সূবর্ণা মোস্তারি।

অপেক্ষমান তালিকা: শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মন্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা