X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ষড়যন্ত্র রুখতে বদ্ধপরিকর বাফুফে

বাংলা ট্রিবউিন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৫, ১৮:০২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:২০

BFF Logo(1) মাঠে যে কোনও মূল্যে ফুটবলের ধারাবাহিকতা অব্যাহত এবং কোনও ব্যক্তি বিশেষ যাতে হকির মতো ফুটবলে কোনও নেতিবাচক প্রভাব ফেলে এর ধারাবাহিকতা বিঘ্নিত করতে না পারে এজন্য ফুটবল সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাফুফে।
মঙ্গলবার পান্থপথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দীনের নিজস্ব কার্যালয়ে এক অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছিল বাফুফের নির্বাহী কমিটি। সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, তিন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, বাদল রায়, তাবিথ আওয়ালসহ প্রায় সবাই সভায় উপস্থিত ছিলেন।
সভাটি গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নিয়ে আসা হয় এবং বাফুফের বাইরে তা অনুষ্ঠিত হয়। গত শনিবার ক্লাব সমিতি ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরের সভাপতিত্বে আয়োজিত এক সভায় শেখ রাসেল ক্রীড়া চক্রের ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী হেলাল, মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, ব্রাদার্স ইউনিয়নের আমের খান ও বিজেএমসির মজিবর রহমান মল্লিক সিদ্ধান্ত নেন পেশাদার ফুটবল লিগ কমিটি পুনর্গঠন না করলে দলবদলে অংশ নেবে না তারা।
এর আগে ফুটবল ফেডারেশনের সমালোচনা ও কুৎসা রচনা করার জন্য মনজুর কাদের ও লোকমান হোসেন ভূঁইয়াকে কারণ দর্শাও নোটিশ জারি করেছিল বাফুফে।
সভা শেষে প্রচার মাধ্যমের সামেন কিছু বলতে অপারগতা প্রকাশ করেন কাজী সালাহউদ্দীন। সভার আলোচনার খুঁটিনাটি  তুলে ধরেন সহ-সভাপতি বাদল রায় এবং সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সংগঠক হারুনুর রশিদ।
বাদল রায় ফুটবলে অচলাবস্থা সৃষ্টিকারীদের কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা যে কোনও মূল্যে ফুটবলের ধারাবহিকতা অব্যাহত রাখতে চাই, আমরা দেখতে পাচ্ছি বিশেষ এক ব্যক্তি হকিতে দীর্ঘদিন এক নেতিবাচক পরিবেশ সৃষ্টি করে রেখেছিল। এরপর সে এখন ফুটবলে সেই পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে, জোট বেঁধে ক্লাবগুলোকে নিয়ে যাতে ফুটবলে সেটা করতে না পারে সেজন্যই আমরা বৈঠক করেছি। এটি বাফুফে সভাপতির আমন্ত্রণে একটি অনানুষ্ঠনিক বৈঠক। তবে আমরা ফুটবলের সার্বিক দিককগুলো আলোচনা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ফুটবলের ধারাবাহিকতা বিঘ্নিত হতে দেওয়া যাবে না।’
বাদল রায় আরও বলেন, ‘এ ব্যাপারে সব ক্লাবগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করবে বাফুফে। আমরা সবাইকে ডাকবো   এবং আলোচনায় বসবো। মাঠের ফুটবল মাঠেই থাকবে, কোনও ব্যক্তির দুরভিসন্ধি বাস্তবায়িত করতে দেওয়া হবে না।’
হারুনুর রশিদ বলেন, ‘হকির মতো জোট বেঁধে ফুটবলে অচলাবস্থা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। হকিতে নির্বাচিত একটি কমিটিকে সরতে হয়েছে এক বিশেষ ব্যক্তির ষড়যন্ত্রের কারণে। ব্যক্তির নিজস্ব ক্ষোভ, অভিযোগ-অনুযোগ থাকতে পারে এবং তা আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব। ফুটবলে মাঠের খেলা যাতে মাঠেই থাকে এবং কারও ষড়যন্ত্রের বলি না হয় সেজন্য আমরা উদ্যোগ নেব। বাংলাদেশের সামনে সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমস। খেলোয়াড়দের ওপর যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।’

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!