X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আকবরদের শোকের বাড়িতে এক চিলতে হাসি

লিয়াকত আলী বাদল, রংপুর থেকে
১০ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৫

বাড়ির সামনে বিশ্বজয়ী আকবরের ব্যানার বোনের শোক শক্তিতে রূপ দিয়ে বাংলাদেশকে প্রথম কোনও বৈশ্বিক সাফল্য এনে দিয়েছেন আকবর আলী। তার নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। ফাইনালে সত্যিকারের অধিনায়কের মতো নেতৃত্ব দিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। শোকার্ত বাবা-মায়ের মুখে ফিরিয়েছেন হাসির ঝিলিক। মেয়ের শোক কিছুটা হলেও হালকা হয়েছে ছেলের বিশ্ব জয়ে।

আজ (সোমবার) বাংলা ট্রিবিউনকে আকবরের বাবা মোস্তফা জানিয়েছেন, ২২ জানুয়ারি তার বড় বোন খাদিজা বেগম জমজ সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান। সে সময় পাকিস্তানের সঙ্গে ছিল বাংলাদেশের খেলা। ওই মুহূর্তে আকবরকে দুঃসংবাদ দেওয়াটা ঠিক মনে করেননি মোস্তফা, ‘আমাদের একটাই স্বপ্ন ছিল, দেশের জন্য খেলতে গেছে এবার হয়তো বিশ্বকাপ জয় করে বাড়িতে ফিরবে। সে কারণে বুকে পাথর বেঁধে নিজেদের সামলানোর চেষ্টা করেছি আমরা।’

আকবরের মা শাহিদা বেগম মেয়ের শোকে ছিলেন পাথর। ছেলের সাফল্যে আবার হাসি ফিরেছে। বিশ্বজয়ী ছেলেকে নিয়ে তার গর্বের শেষ নেই, ‘আমার ছেলের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে। এজন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। সবার কাছে ওর জন্য দোয়া চাই। এমন ছেলেকে জন্ম দিতে পেরে আমি গর্বিত।’

ছেলের সাফল্যে শোক কাটিয়ে উঠেছেন আকবরের বাবা-মা আকবর আলীর বন্ধুরা যখন বই-খাতা নিয়ে স্কুলে যেতেন, তার ব্যাগে থাকতো ক্রিকেট বল। ছোট্ট আকবর যে ক্রিকেটে মজে গেছেন, সেটা বোঝা গিয়েছিল তখনই। রংপুরের এক ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার পর আকবর বুঝিয়ে দেন, ক্রিকেটটা তার মধ্যে ভালোভাবেই আছে। অঞ্জন সরকারের হাত ধরে রংপুর জেলা স্কুলের মাঠে তার ক্রিকেটের সত্যিকারের হাতেখড়িটাও হয়ে যায়।

২০১২ সালে দেশের সেরা ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হন। তারপর শুধুই তার এগিয়ে যাওয়ার গল্প। বিকেএসপির বয়সভিত্তিক দলে খেলে সুযোগ পেয়ে যান জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও হতে থাকে সমানতালে।

শুধু ক্রিকেট নিয়েই অবশ্য পড়ে থাকেননি আকবর। পড়াশোনাটাও দারুণভাবে করেছেন তিনি। ২০১৬ সালে তার এসএসসি পরীক্ষার সময় চলছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তখন খেলা ও লেখাপড়া দুটিই সামলেছেন দারুণ মনোযোগে। এসএসসিতে জিপিএ-ফাইভ পান তিনি। এইচএসসিতে ৪.৪২।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা