X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জেমিসনের তোপে ধুঁকছে ভারত

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৮

কোহলিকে আউট করার আনন্দ জেমিসনের ওয়ানডের নজরকাড়া পারফরম্যান্সে টেস্ট দলের দরজা খুলে যায় কাইল জেমিসনের। পাঁচ দিনের ক্রিকেটে তার অভিষেকও হয়ে গেছে আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া ওয়েলিংটন টেস্টে। দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই নিজের জাত চেনালেন এই পেসার। তার তোপে ধুঁকছে ভারত। বৃষ্টির কারণে এক সেশন আগেই প্রথম দিনের খেলা শেষ করেছে সফরকারীরা ৫ উইকেটে ১২২ রানে।

এর চেয়ে সুন্দর শুরু হতে পারতো না জেমিসনের। টেস্ট আঙিনায় পা রাখার শুরুতেই ২৫ বছর বয়সী পেসার পেয়েছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার উইকেট। পরে হানুমা বিহারিকে ফিরিয়ে দিন শেষে তার বোলিং ফিগারটা এমন— ১৪-২-৩৮-৩। তার সঙ্গে অভিজ্ঞ দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের শিকার একটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরু থেকেই দিতে হয়েছে সুইং-পরীক্ষা। পৃথ্বী শ আক্রমণাত্মক শুরু করলেও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৮ বলে ১৬ রান করে সাউদির বলে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে। ওই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ভারত। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে পূজারা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ। জেমিসনের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকার হয়ে পূজারা ফেরেন ১১ রানে।

কঠিন অবস্থা থেকে দলকে টেনে তোলার জন্য ক্রিজে আসেন কোহলি। কিন্তু নিউজিল্যান্ড সফরের ফর্মহীনতা লাল বলের ক্রিকেটেও কাটাতে পারলেন না ভারতীয় অধিনায়ক। স্বপ্নের মতো শুরু পাওয়া জেমিসনের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মাত্র ২ রান করে। ভারতের স্কোর তখন ৩ উইকেটে ৪০।

ওই জায়গা থেকে বড় জুটি গড়ায় ইঙ্গিত দেন আগারওয়াল ও অজিঙ্কা রাহানে। যদিও বোল্টের বলে ৩৪ রান করে আগারওয়াল ফিরে গেলে ভাঙে জুটি। এরপর জেমিসন ৭ রান করা বিহারিকে প্যাভিলিয়নের পথ দেখালে ১০১ রানে নেই সফরকারীদের ৫ উইকেট।

ভারতের বিপদ আর বাড়তে দেননি রাহানে (৩৮*) ও ঋষভ পন্ত (১০*)। অবশ্য তাতে আছে বৃষ্টির আশীর্বাদও। চা বিরতির সময় শুরু হওয়া বৃষ্টি না থামায় এক সেশন আগেই শেষ হয় দিনের খেলা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস