X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘বিশ্বকাপে অন্তত দুটো ম্যাচ জিততে চাই’

রবিউল ইসলাম
২২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৫

রুমানা আহমেদ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত, ২৪ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপের অন্য তিন দল নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও স্বাগতিক অস্ট্রেলিয়া। কঠিন গ্রুপে পড়লেও আত্মবিশ্বাসী রুমানা আহমেদ। গত অক্টোবরে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের সহ-অধিনায়ক কমপক্ষে দুটি ম্যাচ জিততে চান। মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ও দলের পরিকল্পনা নিয়ে অনেক কথাই বললেন লেগস্পিনিং অলরাউন্ডার।

বাংলা ট্রিবিউন: আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে?

রুমানা: বৃষ্টির জন্য প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবু যতটা পেরেছি ভুল-ত্রুটি কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আমরা একটু আগে-ভাগে ব্রিসবেনে ক্যাম্প করেছি। মনে হচ্ছে আগে আসাটা সার্থক হয়েছে।

বাংলা ট্রিবিউন: চোটের কারণে অনেকদিন দলের বাইরে ছিলেন। ফিরে এসে মানিয়ে নিতে কোনও সমস্যা হচ্ছে?

রুমানা: না, আমার মধ্যে কোনও জড়তা নেই। সবকিছু ঠিকভাবে হচ্ছে। আমি ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি। সোমবার আমাদের বিশ্বকাপ শুরু হচ্ছে। আমার পুরো মনোযোগ এখন প্রথম ম্যাচকে ঘিরে। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো।

83821451_226523701680354_5805830623436210176_n বাংলা ট্রিবিউন: বাংলাদেশের গ্রুপটা তো কঠিন। গ্রুপ নিয়ে আপনাদের ভাবনা কী?

রুমানা: হ্যাঁ, আমাদের গ্রুপটা তুলনামূলক কঠিন। তার ওপরে আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে কখনও খেলিনি। তবে খেলিনি বলে যে হাল ছেড়ে দেবো, তা নয়। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে খেলবো। শুরুতে নেতিবাচক চিন্তা মাথায় ঢোকাতে চাই না, ইতিবাচক ভাবনা নিয়ে লড়াই করতে চাই। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ভালো কিছু স্মৃতি আছে। সেসব বিশ্বকাপে নিশ্চয়ই অনুপ্রাণিত করবে। বিশেষ করে প্রথম ম্যাচে ভালো করতে পারলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। সমর্থকরা আমাদের ওপর আস্থা রাখতে পারেন। আশা করি পরিকল্পনার বাস্তবায়ন করতে পারবো।

বাংলা ট্রিবিউন: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আপনাদের কী ভাবনা?

রুমানা: প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছি। শুধু এটুকু বলতে পারি, আমরা ভালো খেলবো, একেবারে হতাশ করবো না।

‘বিশ্বকাপে অন্তত দুটো ম্যাচ জিততে চাই’ বাংলা ট্রিবিউন: টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ‍দিয়েছে ভারত। বাংলাদেশের প্রথম ম্যাচ সেই ভারতের বিপক্ষে। কোনও চাপ অনুভব করছেন?

রুমানা: নিঃসন্দেহে ভারত শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু এমন নয় যে তাদের হারানো যাবে না। আমরা ভারতকে হারিয়েই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছি। যদিও অতীত পরিসংখ্যান কখনও মাঠে প্রভাব ফেলতে পারে না। নির্দিষ্ট দিনের খেলার ওপরেই ম্যাচের ফল নির্ভর করে। ভারতের বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে পারলে অতীত নিয়ে পড়ে থাকতে হবে না। বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করতে পারবো আমরা। ব্যাটিং-বোলিংয়ে আমাদের অনেক উন্নতি হয়েছে। বাংলাদেশ দল আগের চেয়ে শক্তিশালী। ভারতের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমরা জানি। ম্যাচের শুরু থেকে ওদের চাপে রাখতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে।

বাংলা ট্রিবিউন: অস্ট্রেলিয়া থেকে কী নিয়ে ফিরতে চান?

রুমানা: গত বিশ্বকাপে বাংলাদেশ তেমন ভালো খেলতে পারেনি। বিশেষ করে ব্যাটিংয়ে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছিলাম। এবার আমাদের লক্ষ্য ব্যাটিং-বোলিং দুই বিভাগে ভালো করা। অন্তত দুটো ম্যাচ জিতে দেশে ফিরতে চাই।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন