X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মুমিনুলের বিদায়ে ভাঙলো ২২২ রানের জুটি

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৫

মুমিনুলের বিদায়ে ভাঙলো ২২২ রানের জুটি তৃতীয় দিন প্রায় দুই সেশন টিকে ছিল মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটি। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাদের ব্যাটে ভর করেই স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের। ২২২ রানের এই জুটি ভেঙেছে মুমিনুল হকের বিদায়ে। ১৩২ রানে ফিরেছেন অধিনায়ক।

মুমিনুল বিদায় নিলেও প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ছুটছে বাংলাদেশ। সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকটে ৪০০। মুমিনুল বিদায় নিয়েছেন বাঁহাতি স্পিনার এনডিলোভুকে ফিরতি ক্যাচ দিয়ে। তার ২৩৪ বলের ইনিংসে ছিল ১৪টি চার। 

এর আগে ৯৯ রানে থেকে লাঞ্চে গিয়েছিলেন মুশফিকুর রহিম। এই এনডিলোভুর বলে চার মেরেই সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিক ব্যাট করছেন ১২৮ রানে। তার সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। এগিয়ে আছে ১৩৫ রানে। সঙ্গে আছেন মোহাম্মদ মিঠুন (৫)।

এর আগে প্রথম সেশনটি ছিল বাংলাদেশের। সকাল থেকে জিম্বাবুয়ের বোলারদের শাসন করেছেন। আধিপত্য বিস্তার করে খেলেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

অনেক দিন ধরেই বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না মুমিনুল। এমনকি অধিনায়ক হওয়ার পরেও। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই আক্ষেপ মিটিয়েছেন সেঞ্চুরি তুলে। বড় ইনিংস তো বটেই, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন।

৯৬ রানে ব্যাট করতে থাকা মুমিনুল সেঞ্চুরি তুলে নেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন নবম টেস্ট সেঞ্চুরি। এর আগেই স্বাগতিকরা লিড তুলে নেয় আধা ঘণ্টার মধ্যে।

এর আগে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়