X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তামিমকে আউট করতে চান মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:২১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০

দিনের শেষে সব আলো মুশফিকের ওপরে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে তার প্রোফাইলে বোলিংয়ের ধরন নিয়ে কিছু নেই। সেটাই স্বাভাবিক। মুশফিকুর রহিমকে কবে কে বল করতে দেখেছে! ক্যারিয়ারের শুরু থেকে তিনি উইকেটকিপার-ব্যাটসম্যান। ইদানীং জাতীয় দলে কিপিং ছেড়ে দিলেও দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেই মুশফিক এবার বল হাতে সাফল্য প্রত্যাশী। তা-ও আবার তামিম ইকবালের উইকেট চাই তার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০টি বল করে একবারই সাফল্য পেয়েছেন মুশফিক। এবারের বাংলাদেশ ক্রিকেট লিগের ষষ্ঠ ম্যাচে তিন ওভার বল করে ১৭ রান খরচায় ছিলেন উইকেটশূন্য। মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রায় সব ব্যাটিং রেকর্ড তামিমের। ও একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে। কয়েকদিন আগে বিসিএলে ৩৩৪ রান করেছে। আমরা হয়তো ওর কাছাকাছি যেতে পারি। আজ পর্যন্ত অবশ্য ট্রিপল সেঞ্চুরি হয়নি। ইনশাআল্লাহ সামনের কোনও বার ওকে টপকাতে পারি। আমার একটা ইচ্ছে হচ্ছে। আমি তামিমকে একবার আউট করতে চাই।’

বাংলাদেশের অন্য ক্রিকেটারদের চেয়ে তামিম একটু আলাদা। ক্রিকেট বিশ্বের সব খবর তিনি রাখেন। কে সেঞ্চুরি করলো, কে ক’টা উইকেট নিলো সবই তার জানা। আজ তামিমকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন মুশফিক। যদিও মুশফিক নিজেই নাকি সুখবরটা জানতেন না, ‘তথ্যটা জানতাম না। তবে ও (তামিম) নিশ্চয়ই জানে, ও আসলে সব কিছুই জানে। এখান থেকে বের হওয়ার পর আমি নিশ্চিত, তামিম কিছু বলবেই। বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান তামিম ইকবাল। ওর সঙ্গে সব সময় আমার একটা প্রতিযোগিতা থাকে, সুস্থ লড়াই থাকে। ও আমাকে দারুণ অনুপ্রাণিত করে, আমিও ওকে করি। ওর সাফল্যে আমি খুশি হই। এরকম সুস্থ লড়াই যে কোনও দলের জন্যই ভালো। মনে প্রাণে চাই ও যেন দলের সর্বোচ্চ রান করে। আর তার চেয়ে এক রান যেন আমি বেশি করি (হাসি)।’

অনেকের মতে, মুশফিক বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। তিনি নিজে অবশ্য এমনটা মনে করেন না, ‘আমি কখনও নিজেকে সেরা মনে করি না। আপনারা অনেক সময় বলেন আমার টেকনিক, ধৈর্য্য বা অন্য কিছু সেরা। হতে পারে। তবে আমার ব্যাটিংয়ের রিপ্লে বা হাইলাইটস দেখলে অতটা ভালো লাগে না। তখন মনে হয় তামিমের মতো ওই ড্রাইভটা যদি করতে পারতাম কিংবা সাকিবের মতো ওই কাট বা অন ড্রাইভ করতে পারতাম! আমাকে আল্লাহ একটা জিনিস দিয়েছেন। আমার মাথা অনেকের থেকে একটু হলেও বেটার। যেটা আমি সব সময় ব্যবহার করার চেষ্টা করি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা