X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আর ফুটবল খেলবে না বিজেএমসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬

গত মৌসুমের বিজেএমসি ফুটবল দল ১৯৮২ সালে দ্বিতীয় বিভাগ লিগ থেকে অবনমনের পর অনেকদিন ফুটবল থেকে দূরে ছিল বিজেএমসি। ২০১২ সালে ফিরলেও তেমন ভালো করতে পারেনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর আর ফুটবলের সঙ্গে সম্পর্ক রাখছে না তারা আগামী ২৮ মার্চ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ শুরু হওয়ার কথা। দ্বিতীয় স্তরের পেশাদার লিগটির দলবদল চলছে এখন। কিন্তু বিজেএমসি তাতে অংশ নিচ্ছে না।

বিজেএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আর ফুটবলে অংশ নেবে না। তাদের অস্থায়ী ভিত্তিতে থাকা প্রায় ২৫০ জন খেলোয়াড় বাদ পড়েছেন। অর্থ সংকটের কারণে এমন সিদ্ধান্ত।

বিজেএমসির চেয়ারম্যান আব্দুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘একটা ফুটবল ক্লাব চালাতে ৫ থেকে ৬ কোটি টাকার প্রয়োজন। গত মৌসুমের ফুটবলারদের টাকা দেওয়া হয়নি এখনও। আমাদের বছরে দেড় হাজার কোটি টাকা ভর্তুকি থাকে। এই টাকার জোগান কীভাবে আসবে তা নিয়ে চিন্তায় থাকতে হয়। শ্রমিকদের বেতন দিতে যেখানে সমস্যা, সেখানে ফুটবল দল কীভাবে চালাবো? শুধু ফুটবল নয়, আমাদের ১৮০০ জনের মতো অস্থায়ী শ্রমিক বাদ পড়েছেন। এর মধ্যে ক্রীড়াবিদরাও আছেন।’

বিজেএমসির চেয়ারম্যান অবশ্য ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে আশাবাদী, ‘বিজেএমসির ভবিষ্যত করণীয় নিয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটি বিজেএমসি কীভাবে চলবে তা নিয়ে সুপারিশ করবে। ভবিষ্যতে অন্য খেলার দল গড়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বল্প খরচে দল গড়া নিয়ে পর্যালোচনা হচ্ছে। সেক্ষেত্রে ৮০/৯০ জন ক্রীড়াবিদকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হতে পারে। দেখা যাক কী হয়!’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!