X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষ সিরিজে নিশ্চিত নন কোহলি, থাকবেন ৫ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৩

খেলতে পারেন লোকেশ রাহুল, কোহলি এখনও নিশ্চিত নন। আগামী মার্চে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে বিসিবি। সেই লক্ষ্যে মঙ্গলবার সম্ভাব্য দলের একটা আভাস মিলেছে সংবাদ সম্মেলনে।

আগামী ১৮ ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্ক, নেপাল ও আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে এশিয়া একাদশের দল গঠন করা হচ্ছে। তবে ভারতের কারা খেলবেন, এখনও নিশ্চিত করতে পারেনি বিসিবি।  ভারতীয় দল থেকে সম্ভাব্যদের মধ্যে রয়েছে লোকেশ রাহুল, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, কুলদীপ যাদব ও মোহাম্মদ সামির নাম।

এছাড়া থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম থাকছেন এশিয়া একাদশে। তবে সব কিছু নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘এশিয়া একাদশে ভারত থেকে আমরা কিছু নাম পেয়েছি। একটা ম্যাচের জন্য লোকেশ রাহুল আছে। কোহলিও একটা ম্যাচ খেলতে পারে, যদিও এখন পর্যন্ত সেটি চূড়ান্ত হয়নি। এছাড়া আমরা আফগানিস্তান থেকে রশিদ খান এবং মুজিবকে চূড়ান্ত করতে পেরেছি। নেপাল থেকে লামিচানেকে বলা হচ্ছে, শ্রীলঙ্কা থেকে মালিঙ্গা ও পেরেরার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’

এশিয়া একাদশে বাংলাদেশ থেকে পাঁচজন ক্রিকেটার থাকবেন। তবে কোন পাঁচজন সে ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি বোর্ড সভাপতি, ‘দুটি ম্যাচ আছে, এক ম্যাচে বেশি খেলোয়াড় খেলাবো না। ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবো। তামিম, মুশফিক তো চূড়ান্ত, এদের ব্যাপারে কোনও সন্দেহ নেই। আরও তিনজন আছে-একজন মাহমুদউল্লাহ, আরেকজন মোস্তাফিজ ও লিটন দাস। কম্বিনেশন অনুযায়ী আমাদের খেলোয়াড়রা সুযোগ পাবে। তবে আমাদের ৪-৫জন থাকবে এটা নিশ্চিত।’

এছাড়া অবশিষ্ট বিশ্ব একাদশে থাকতে পারেন- কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কট্রেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, আলেক্স হেলস, ফাফ দু প্লেসি, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকক্লেনাগান। বোর্ড সভাপতি এ প্রসঙ্গে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে চার-পাঁচজন করে আসবে। অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডের খেলা চলছে, তাই জানি না ওদের ওখান থেকে কয়জন আসবে।’ 

এশিয়া একাদশ (সম্ভাব্য): লোকেশ রাহুল (এক ম্যাচ), বিরাট কোহলি (এক ম্যাচের জন্য চেষ্টা চলমান), শিখর ধাওয়ান, ঋষভ পান্ত , কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা , রশিদ খান, মুজিব উর রহমান, সন্দীপ লামিচানে , মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস।

অবশিষ্ট বিশ্ব একাদশ (সম্ভাব্য):  কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কট্রেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, আলেক্স হেলস, ফাফ দু প্লেসি, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকক্লেনাগান। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন