X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তবুও জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৮:৪৭আপডেট : ১০ মার্চ ২০২০, ১৮:৫২

তবুও জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি বড় ব্যবধানে জিতলেও শেষ ম্যাচে আফ্রিকান দলটিকে নিয়ে সতর্ক বাংলাদেশ।

টেস্ট ও ওয়ানডের পর বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার। আগামীকাল (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশের কাছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হোয়াইটওয়াশ হবে সফরকারীরা।

আজ (মঙ্গলবার) দুই দলের কেউই অনুশীলন করেনি। বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার কেবল জিমে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরেছেন। টিম হোটেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন সামলেছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান।

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি নিয়ে মেহেদী বলেছেন, ‘(হোয়াইটওয়াশ) করতে পারব কিনা সেটা নির্ভর করছে আগামীকাল আমরা কেমন খেলি তার ওপর। যেহেতু এখানে আমাদের প্রায় সবকিছু ভালো হচ্ছে, আমরাও চাইছি ভালো করতে। টেস্ট ও ওয়ানডে জেতার পর টি-টোয়েন্টিতে সব ম্যাচ জেতার আত্মবিশ্বাস আমাদের আছে।’

প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানের বড় জয় পেলেও শেষ ম্যাচটি নিয়ে সতর্ক বাংলাদেশ, সেটিই বলে গেলেন মেহেদী, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনও সময় মোমেন্টাম পাল্টে যেতে পারে। সেক্ষেত্রে আগের ম্যাচটা থেকে আমরা বেশি সতর্ক ও মনোযোগী হয়ে খেলার চেষ্টা করব। যেহেতু উইকেটটা এখানে ভালো হচ্ছে, শেষ ম্যাচে ২০০ রান হয়েছে। কালকে অনেক বুদ্ধি করে বল করতে হবে, কারণ এটি টি-টোয়েন্টি ম্যাচ। আরও একটু হিসাব করে খেলতে পারলে ভালো হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!