X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সেই সৌম্যই পেলেন ‘এ’ প্লাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৯:৫০আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:৫৪

সেই সৌম্যই পেলেন ‘এ’ প্লাস ‘ভুল করে’ কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি সৌম্য সরকারের। বিসিবির ‘ভুল’ ভাঙার দুই দিন পর সেই সৌম্যকেই ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রেখে প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় চুক্তির তালিকা। বাঁহাতি ব্যাটসম্যান চুক্তিবদ্ধ শুধুমাত্র সীমিত ওভার ক্রিকেটের জন্য।  

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাস রয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। একই ক্যাটাগরির সদস্য মোস্তাফিজুর রহমানও। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে।

নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন নতুন পাঁচ ক্রিকেটার। অন্যদিকে মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসানসহ বাদ পড়েছেন পুরোনো ৭ জন। গত বছরের মতো এবারও ১৭ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে  রাখা হয়েছে। নতুন নিয়মে ৬ জন আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে। ৪ জন আছেন টেস্ট ক্রিকেটের চুক্তিতে। ১৭ ক্রিকেটারের ৭ জন আছেন আবার সব সংস্করণেই।

গত রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির সভায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের অনুমোদন দেওয়ার পর আজ ক্যাটাগরি প্রকাশ করলো বিসিবি। এবার কেন্দ্রীয় চুক্তিতে কিছুটা নতুনত্ব এনেছে বিসিবি। সীমিত ওভারে ও বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি করা হয়েছে। সেই ক্যাটাগরিতে মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন ক্যাটাগরিতে পড়েছেন।

তিন সংস্করণেই ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তবে শুধু সীমিত ওভারের ক্রিকেটের জন্য ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।

‘এ’ ক্যাটাগরিতে আছেন কেবল একজন, টেস্ট অধিনায়ক মুমিনুল হককে ক্রিকেটের লম্বা সংস্করণের জন্য রাখা হয়েছে এই ক্যাটাগরিতে।

তিন ফরম্যাটেই ‘বি’ ক্যাটাগরিতে আছেন লিটন ও মেহেদী হাসান মিরাজ। তবে তাইজুল ইসলাম লাল বলের ক্রিকেটে ‘বি’ ক্যাটাগরিতে থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে আছেন ‘সি’ ক্যাটাগরিতে। অন্যদিকে মোস্তাফিজ টেস্টের চুক্তিতে না থাকলেও সীমিত ওভারে আছেন ‘বি’ ক্যাটাগরিতে। একই সংস্করণে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন পেয়েছেন ‘সি’ ক্যাটাগরি।

লংগার ভার্সন ক্রিকেটের জন্য মিঠুন ‘ডি’ ক্যাটাগরিতে থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে আছেন ‘সি’ ক্যাটাগরিতে। নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটেই ‘ডি’ ক্যাটাগরিতে। নাঈম হাসান, ইবাদত হোসেন ও আবু জায়েদ তিনজনই কেবল লংগার ভার্সনের জন্য ‘ডি’ ক্যাটাগরিতে। এছাড়া তরুণ দুই ক্রিকেটার আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম সীমিত ওভারের ‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন।

নতুন কেন্দ্রীয় চুক্তি যেমন হলো- 

বাদ পড়েছেন: মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, আবু হায়দার, খালেদ আহমেদ, রুবেল হোসেন ও সাদমান ইসলাম।

নতুন চুক্তি: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইবাদত হোসেন, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম।

ওয়ানডে ও টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তি: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম।

টেস্টের কেন্দ্রীয় চুক্তি: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ ও ইবাদত হোসেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী