X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফাইনালটি দুই দলের জন্যই কঠিন হবে: নাফিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৯

Bangladesh+Portrait

 

বিপিএল তৃতীয় আসরের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশালস বুলস। দুই দলের জন্যই ফাইনাল ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন বরিশালের ওপেনার শাহরিয়ার নাফিস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কুমিল্লা টুর্নামেন্টজুড়ে ভালো ক্রিকেট খেলেছে। সুতরাং আমাদের খুব ভালো প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে হবে। ওদেরকে আমরা যথেষ্ট সমীহ করছি। কালকের (মঙ্গলবার) ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হবে।’

 

ফাইনালে নিজেদের স্বাভাবিক খেলার দিকেই মনোযোগী থাকবে বরিশাল। সোমবার স্থানীয় এক হোটেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাহরিয়ার নাফিস। তিনি জানান, ‘আমরা লিগ পর্ব এবং কোয়ালিফায়ারে ভালো খেলে ফাইনালে এসেছি। সেই খেলাটাই আমরা ধরে রাখতে চাই। আমরা ফাইনাল ভেবে নয়, আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। তাহলেই আশা করি আমাদের পক্ষে ফল আসবে।’

 

কুমিল্লার অধিনায়ক মাশরাফি ও বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের  তুলনা করতে গিয়ে নাফিস বলেন, ‘দুজনেই ভালো অধিনায়ক। লিগ পর্বে তারা তা প্রমাণ করেছে। তবে কালকের ম্যাচ শুধু অধিনায়কদের মধ্যে নয়। কালকে হবে টিম-গেম। সবাইকে ভালো খেলতে হবে।’

 

বরিশালের ছেলে হয়ে বরিশাল বুলসের দলে খেলতে পেরে অনুপ্রাণিত নাফিস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ। বরিশালের ছেলে হয়ে বরিশাল দলে খেলাটা আমাকে অনুপ্রাণিত করে এবং একই সঙ্গে এখানে আমার আবেগও আছে। আমি চেষ্টা করবো ফাইনালে আরও ভালো খেলতে।’

 

ক্রিসে গেইলকে কতটা মিস করবেন এমন প্রশ্নে শাহরিয়ার নাফিস বলেন, ‘গেইল দলে নেই, তাতে সমস্যা হবে না। ওকে ছাড়াও আমরা জিতেছি। সবাই মিলে যদি পারফর্ম করি, তবে কালকেও(মঙ্গলবার) আমরা জিততে পারবো।’

 

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া