X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতিভায় মেসির কাছাকাছি ইনিয়েস্তা: এনরিকে

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২০, ১৭:১১আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:১১

প্রতিভায় মেসির কাছাকাছি ইনিয়েস্তা: এনরিকে বার্সেলোনায় সাফল্যময় তিনটি বছর কাটিয়ে গেছেন লুই এনরিকে। ২০১৫ সালে কাতালান ক্লাবটিতে তিনি এনে দিয়েছিলেন দ্বিতীয় ত্রিমুকুট। এই সাফল্যে তার দলের মূল কাণ্ডারী ছিলেন লিওনেল মেসি। তাই শ্রেষ্ঠত্বে মেসিই এনরিকের কাছে শেষ কথা। কিন্তু যদি কাউকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাছাকাছি রাখতে বলা হয়, তাহলে? এখন স্পেন জাতীয় দলের দায়িত্বে থাকা এনরিকে বললেন আন্দ্রেস ইনিয়েস্তার নাম।

বার্সেলোনার একাডেমি, যুব দল পেরিয়ে মূল দলে লম্বা সময় খেলেছেন ইনিয়েস্তা। ক্লাবটি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। তবে ২০১৮ সালে ন্যু ক্যাম্প ছেড়ে চলে গেছেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। প্রতিভায় মেসির পর স্প্যানিশ এই মিডফিল্ডারকেই রেখেছেন এনরিকে।

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনার কোচের দায়িত্ব সামলেছেন এনরিকে। এখন কাজ করছেন স্পেন জাতীয় দলের কোচ হিসেবে। লা রোজাদের ফেসবুক পেজে প্রশ্ন-উত্তর পর্বে তিনি কথা বলেছেন মেসি ও ইনিয়েস্তাকে নিয়ে, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি চোখে লেগেছে, এমন খেলোয়াড় কে? আমি জানি না প্রশ্নটাতে আমাকে খেলোয়াড় হিসেবে না কোচ হিসেবে নাকি দুটো জায়গা থেকেই করেছেন। (যে জায়গা থেকেই হোক) কোনও সন্দেহ নেই মেসি।’

এরপরই সাবেক বার্সেলোনা কোচ বললেন ইনিয়েস্তার কথা, ‘এরপর আমি বলব, লিওনেল মেসির কাছাকাছি পর্যায়ের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা। তবে এটা সত্যি মেসির সঙ্গে অন্য সবার ব্যবধান অনেক।’
ভবিষ্যতে বার্সেলোনায় ফিরবেন কিনা, এমন প্রশ্নে দরজা খোলা রাখলেন এনরিকে, ‘আমার মনে হয়, যে সব জায়গায় কোচিং করিয়ে এসেছি, সব জায়গারই কোচ হতে পারব। সবার জন্যই আমার দরজা খোলা আছে। বার্সেলোনায় আমি দুর্দান্ত সময় কাটিয়ে এবং সেজন্য আমি কৃতজ্ঞ।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী