X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

করোনার কালে ঘরে ভালোই আছেন মুশফিক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১৯:৩৪আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৯:৪৩

মুশফিকের খাবার করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করার পাশাপাশি ৩০ লাখ টাকার তহবিল গড়তে ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম।  এর বাইরে ঘরে থেকে নিজের মতো করে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।  শুক্রবার রাতে স্ত্রী মন্ডির হাতে বানানো খাবারের যে ছবি দিয়েছেন মুশফিক, তাতে বোঝা যাচ্ছে স্বেচ্ছায় গৃহবন্দি থাকার সময়টা খারাপ কাটছে না। 

মুশফিক এমনিতেই সুযোগ পেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। করোনাভাইরাসের  সংক্রমণরোধে সরকার সবাইকে ঘরে থাকতে বলেছে।  এদিকে মাঠের ক্রিকেট বন্ধ, বিশ্ব ক্রীড়াঙ্গনও স্থবির। বাসায় বন্দি থাকলেও পরিবারকে অফুরন্ত সময় দিতে পারছেন দেশসেরা উইকেটকিপার -ব্যাটসম্যান।

ছেলে মায়ানের সঙ্গে দারুণ সময় কাটানোর পাশাপাশি স্ত্রীর হাতের তৈরি মুখরোচক খাবারেরও স্বাদ নিতে  পারছেন মুশফিক! শুক্রবার রাতে চিকেন মশলা, রুটি, ঘন ডাল ও ফিশফ্রাই দিয়ে ডিনার সেরেছেন। সব পদই রান্না করেছেন মুশফিকের স্ত্রী মন্ডি। এমন চমৎকার খাবার যিনি তৈরি করেছেন, তাকে ধন্যবাদ না জানিয়ে কি পারা যায়! মুশফিক স্ত্রীকে ধন্যবাদ  জানিয়েছেন ফেসবুক পেজে পোস্ট দিয়ে। খাবারের ছবি দিয়ে পোস্টে লিখেছেন, ‘স্বাস্থ্যকর খাবার খাও, সুস্থ থাকো ... আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমার স্ত্রীকে (আমার প্রধান শেফ)।’  

খাবারের  ছবি ফেসবুকে পোস্ট করার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সারিদ উদ্দিন সিদ্দিক নামের একজন মুশফিকের পোস্টের নিচে মন্তব্য করেছেন, ‘আপনারা দেশের গুরুত্বপূর্ণ নাগরিক ভাই! আপনারা সেলিব্রেটি! আপনাদের প্রচুর হেলদি খাবার খেতে হবে। খান আপনারা খান! খেয়ে খেয়ে আপলোড দেন কোরমা পোলাও! আর এদেশে না খেয়ে মরা মানুষ গুলোর জন্য তো আপনারা ২৭ জন মিলে ত্রিশ লক্ষ টাকা দিয়েছেন! সমস্যা নাই ভাই!! দেশের এই ক্রান্তিকালে  আপনাদের এই ব্যবহার আমরা মনে রাখবো। মুশফিক ভাইয়ের জন্য একটা তালি হবে.. !’

ঠাসা  ক্রিকেট সূচিতে ক্রিকেটাররা পরিবারের সঙ্গে খুব একটা সময় কাটানোর সুযোগ পান না। করোনার কারণে সেই সুযোগটা পেয়েছেন তারা। একদিকে মুশফিকের ছবি নিয়ে সমালোচনা হচ্ছে। অন্যদিকে  অনেক ভক্ত পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ সুযোগ হিসেবে দেখছেন এই সময়কে। পরিবারকে সময় দেওয়ার জন্য মুশফিককে ধন্যবাদ দেন তারা। আবির নামের একজন  লিখেছেন, ‘ভাবির হাতের রান্না দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে নিশ্চয়ই তার থেকে হাজারগুণ সুস্বাদু। অনেক অনেক ভালোবাসা ভাই!’

২০১৪ সালের ৫ সেপ্টেম্বর মাহমুদউল্লাহর শ্যালিকা জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিক। ২০১৭ সলের ৫ ফেব্রুয়ারি তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান।

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট