X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি, তাই চিন্তাটাও বেশি: জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ১৩:৫৯আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৪:০৮

জেমি ডে। প্রায় দুই বছর হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। কোচিং সূত্রে বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছেন। তাই ফুটবলের প্রতি এখানকার মানুষের আলাদা টানটা নিজের চোখে দেখেছেন, উপলব্ধিও করেন খুব। এর ফলে একজন কোচ হিসেবে অনেকের কাছে নিজের গ্রহণযোগ্যতাও তৈরি করতে পেরেছেন।

খেলোয়াড়দের পাশাপাশি একজন কোচ হিসেবে এখন তার মর্যাদা ‘তারকার’ মতো। এত ভালোবাসা যে দেশটির মানুষ দিয়েছে, তাদের প্রতি আলাদা টান না থেকে পারেই না। তাই করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেক আগেই বাংলাদেশের মানুষদের নিয়ে নিজের উদ্বেগের বিষয়টি প্রকাশ করেছিলেন। এবার তো সরাসরি বলেই দিলেন, বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। তাই এই দেশের মানুষদের নিয়ে তার চিন্তাটা একটু বেশি!

জেমি ডের অধীনে বাংলাদেশ খারাপ করছে না। যদিও সাফ কিংবা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠতে পারেনি। তার পরেও জীবন-সাদদের পারফরম্যান্স আগের চেয়ে আশাজাগানিয়া। তার কোচিং ক্যারিয়ারে বাংলাদেশই প্রথম বড় কোনও প্ল্যাটফর্ম, প্রথম কোনও জাতীয় দলের দায়িত্ব নেওয়া।

করোনার দিনগুলিতে এখন ইংল্যান্ডে থাকলেও, জেমি ডের ভাবনায় আছে বাংলাদেশ। এই প্রতিকূল পরিস্থিতিতেও বাংলা ট্রিবিউনকে জানালেন, প্রেমে পড়ে গেছেন এই দেশটির। এই মহামারীতে ভাবছেন বাংলাদেশের মানুষদের নিয়েও, ‘সারাবিশ্বে করোনাভাইরাস সমস্যা প্রকট। আমার দেশ ইংল্যান্ডেও এই সমস্যা কম নয়। একজন ইংলিশ হিসেবে আমি দেশ নিয়ে বেশি চিন্তিত। এরপরেই বাংলাদেশকে নিয়ে। কেননা এটা আমার দ্বিতীয় বাড়ি। এই দেশের মানুষদের নিয়ে আমি চিন্তিত বলতে পারেন। আমি চাই সবাই দ্রুত এই ভাইরাস থেকে মুক্তি পাক।’

ইংল্যান্ডে কেন্টে চার ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন ডে। সেখানেও সবাই ঘরবন্দি। শুধুমাত্র খাবার কিনতে ও একবেলা ব্যায়াম করতে বাইরে যাওয়ার অনুমতি আছে। তবে জমায়েত নিষিদ্ধ। ডে তাই খুব সাবধানী, ‘আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা ভালো। কিন্তু তারপরেও এই ভাইরাস থেকে সবাই দূরে থাকতে চাইছে। তাই তো ঘর থেকে বের হচ্ছি না। ঢাকা থেকে এসে তো কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। আসলে এই ভাইরাস থেকে কখন কার কী হয়, এটা নিয়ে বেশ চিন্তায় আছি।’

ইংল্যান্ডে এখন পর্যন্ত ১৭ হাজার ৩০১ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ২১ জন। তবে তার শহর কেন্টে এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি এই রোগে। ডে তাই কিছুটা স্বস্তিতে, ‘ইংল্যান্ডের অনেক জায়গায় অনেকে আক্রান্ত হলেও আমাদের এখানে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। এটা ভালো দিক। তবে সবাই সাবধানেই আছি, সতর্কতা মেনে চলছি। আমি মনে করি বাংলাদেশেও সতর্কতা মেনে চলা উচিত। তাহলেই সবাই সুস্থ থাকবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা