X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বন্ধুদের নিয়ে অসহায়দের পাশে রনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ১৮:৫০আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৮:৫৬

রনি তালুকদার ও তার বন্ধুরা তিন বছর আগে বন্ধুদের নিয়ে ‘ফ্রেন্ড ডট কম’ নামের একটি সংগঠন খুলেছিলেন রনি তালুকদার। এলাকার বন্ধুদের নিয়ে সংগঠনটি শুরুতে নানা আনন্দ আয়োজনেই সীমাবদ্ধ ছিল। কিন্তু ‘ফ্রেন্ড ডট কম’ এবার আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। এই সংগঠনের ব্যানারেই করোনাভাইরাসর প্রভাবে অসহায় হয়ে পড়া মানুষদের পাশে থাকবে রনি ও তার বন্ধুরা।

এই মুহূর্তে সংগঠনের সবাই মিলে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও সাবানের মত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিচ্ছেন। এলাকার অনেক মুরুব্বিও রনিদের সংগঠনকে সাহায্য করছেন। আগামী শুক্রবার কিংবা শনিবার অসহায়দের মাঝে নিজেদের সাহায্য পৌঁছে দেবেন বলে জানিয়েছেন রনি।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে রনি জানালেন নিজেদের পরিকল্পনার কথা, ‘এলাকার বন্ধুরা মিলে তিন বছর আগে এই সংগঠনটি করি। শুরুর দিকে বিভিন্ন উৎসব আয়োজন করলেও আমরা সবাই মিলে ভাবতাম কিভাবে আমাদের সংগঠন থেকে মানুষদের উপকার করা যায়। এখানে সবার মন- মানসিকতা অনেক ভালো। ভালো কোনও কিছুতে আমাদের কেউই কখনও দ্বিমত করে না। সবার সাপোর্ট আমার বড় শক্তি। ভালো সাড়া পাচ্ছি। আমরা চাচ্ছি এই সংগঠনটা শুধু এলাকাতেই নয়, দেশের বিভিন্ন জায়গায় মানবতার সেবায় কাজ করবে।’

এপ্রিল মাসের শুরুর দিকে বাংলাদেশে করোনাভাইরের সংক্রমণের মাত্রা বাড়তে পারে বলে ধারনা। রনি সেটা মাথায় রেখেই এপ্রিলের শুরুর দিকে এলাকার হতদরিদ্রদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে চান, ‘আমাদের স্লোগান মানবতার জন্য আমরা। তাই এই কঠিন সময়ে মানুষের পাশে থাকা কর্তব্য মনে করছি। এরই মধ্যে বিভিন্ন খাদ্যপণ্য সংগ্রহ করেছি। আমরা বন্ধুরা মিলে আপাতত ৫০০ পরিবারের পাশে দাঁড়াবো। প্রয়োজনে আরও করবো। আমরা ঠিক করেছি প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও একটি করে সাবান দেবো। আগামী মাসের শুরুতে বড় ধরনের সংকট হতে পারে। আমরা ওই সময় এসব বিলি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’

করোনা মোকাবেলায় নিয়ম মানার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা রনি তালুকদার, ‘সবাইকে নিয়ম মেনে ঘরে থাকতে হবে। তাহলে আমরা করোনাকে মোকাবেলা করবো। এছাড়া দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য সমাজের সকল বিত্তবানদের সবার এগিয়ে আসা উচিত। ‘

 

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী