X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নেইমার-লাউতারোকে বার্সায় স্বাগত জানাবেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২০, ১৪:০৪আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৪:০৪

নেইমারের সঙ্গে সুয়ারেজ নেইমারের বার্সেলোনার ফেরার গুঞ্জন অনেক দিনের। গত গ্রীষ্মের দলবদলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফেরাতে সাধ্যের সবটাই করেছে কাতালান ক্লাবটি। সফল না হলেও হাল ছাড়েনি, সামনের গ্রীষ্মের দলবদলে আবারও নেইমারের জন্য নামবে তারা। একই সঙ্গে লাউতারো মার্তিনেজকে সই করার গুঞ্জনও আছে। আলোচনায় থাকা দুই ফরোয়ার্ডকেই ন্যু ক্যাম্পে স্বাগত জানাবেন লুইস সুয়ারেজ।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখান নেইমার। সাফল্যময় চার মৌসুম কাটিয়ে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে তিনি এখন প্যারিস সেন্ত জার্মেইয়ের খেলোয়াড়। কিন্তু প্যারিস ক্লাবটিতে যোগ দেওয়ার পর চোট এবং মাঠ ও মাঠের বাইরের নানা বিতর্কে হুমকির মুখে পড়ে গিয়েছিল তার ক্যারিয়ার। তখন থেকেই নেইমার আবার ন্যু ক্যাম্পে ফেরার আর্জি জানান বার্সেলোনার কাছে।

কাতালান ক্লাবটি গত গ্রীষ্মে চেষ্টা করলেও সফল হয়নি। তবে সামনের মৌসুমে তাকে আবার বার্সেলোনায় দেখা যেতে পারে। আর সেটি হলে খুশিই হবেন তার সাবেক সতীর্থ সুয়ারেজ, ‘এই মুহূর্তে আসলে খেলোয়াড়দের নিয়ে কথা বলা কঠিন। বিশ্বের এখন যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে অন্য কোনও আলোচনা করা সত্যি কঠিন। তবে অবশ্যই নেইমারের ক্ষেত্রে বলব, সবাই তাকে চেনে, ড্রেসিংরুমে ওর সঙ্গে সবার সম্পর্ক দারুণ। ওর আরও অনেক কিছু দেওয়ার আছে (বার্সেলোনায়)। ড্রেসিংরুমে ওকে সবসময়ই স্বাগত জানানো হবে।’

নেইমারের সঙ্গে দলবদলের আলোচনায় আছেন লাউতারো। বার্সায় সুয়ারেজের উত্তরসূরি ভাবা হচ্ছে তাকে। ইন্টার মিলান থেকে এই আর্জেন্টাইন স্ট্রাইকার এলে ‘বিপদে’ পড়বেন সুয়ারেজই। এরপরও লাউতারোকে দলে চাইছেন উরুগুইয়ান স্ট্রাইকার, ‘ইতালিতে দারুণভাবে বেড়ে উঠেছে লাউতারো। নাম্বার নাইন হিসেবে ওর খেলার ধরন দেখার মতো। এটাই প্রমাণ করে ও কতটা দারুণ স্ট্রাইকার।’

বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোয় দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেছেন, ‘যে সব খেলোয়াড় একাদশে জায়গা পাওয়ার লড়াই করতে এবং দলকে সাহায্য করতে আসবে, তাদের সবাইকে স্বাগত জানানো হবে। এটা সবসময়ই দারুণ ব্যাপার এবং এতে দলের শক্তি বাড়ে।’ 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন