X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তান থেকে আমাদের শেখার আছে: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২০, ১৪:২৯আপডেট : ২২ মে ২০২০, ১৪:৩৯

পাকিস্তান থেকে আমাদের শেখার আছে: তামিম করোনাকালে নতুন পরিচয় যুক্ত হয়েছে তামিম ইকবালের নামের পাশে। ব্যাটিংয়ের সঙ্গে তিনি দক্ষ উপস্থাপকও। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব চ্যানেলে দেশ-বিদেশের নামি সব ক্রিকেটারকে নিয়ে আড্ডা দিচ্ছেন প্রায় প্রতিদিনই। এবার নিজেই অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন রমিজ রাজার ইউটিউব চ্যানেলে। সেখানেই বাংলাদেশি ওপেনারের মুখে ঝরেছে পাকিস্তানের ফাস্ট বোলিংয়ের প্রশংসা।

ধারাভাষ্যকার ও সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ অনেকদিন আগেই চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই উপস্থিত হন অনলাইন অনুষ্ঠানে। অনেক ক্রিকেটারের সঙ্গে কথাও বলেছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অতিথি করেছিলেন তমিমকে।

বাংলাদেশ বিশ্বমানের স্পিনার পেয়েছে, কিন্তু পেসার সেভাবে গড়ে ওঠেনি। কারণ হিসেবে কন্ডিশনের বিষয়টি সবসময় সামনে আসে। কিন্তু পাকিস্তানের উইকেট বাংলাদেশের মতো হলেও তারা প্রতিনিয়ত বিশ্বমানের সব পেসার তৈরি করছে। ফাস্ট বোলার তৈরিতে তাই বাংলাদেশের পাকিস্তানকে অনুসরণ করা উচিত বলে মনে করেন তামিম।

রমিজের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তাই বলেছেন, ‘পাকিস্তান দলের কাছ থেকে আমাদের শেখার আছে। ঘরোয়া ম্যাচে আমরা পাকিস্তানের মতো উইকেটে খেলি, কিন্তু পাকিস্তান বরাবরই বিশ্বমানের ফাস্ট বোলার তৈরি করে।’ কথাটা শেষ করেই তামিম আবার বললেন, ‘পাকিস্তান যেটা করছে, আমরা যদি এই পথ অনুসরণ করি, তাহলে আমার মনে হয় সেটি ফাস্ট বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটকে সাহায্য করবে।’

৩১ বছর বয়সী ওপেনার প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমলকে। তাকে ঠিক মতো খেলতেই পারতেন না তামিম, ‘সেরা সময়ে সাঈদ আজমল ছিল অবিশ্বাস্য এক বোলার। তাকে বুঝতেই পারবেন না আপনি। আমি তার বোলিং ‍বুঝতাম না।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল