X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে ট্র্যাকস্যুট পরেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২০, ১৫:৩৯আপডেট : ২২ মে ২০২০, ১৫:৪০

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ প্রিমিয়ার লিগের বেশিরভাগ কোচকেই স্যুট-টাই পরে দেখা যায় ডাগআউটে। কেউ যদি এই বেশে নাও আসেন, পরেন বাহারি ধাঁচের পোশাক। প্রতি ম্যাচেই নতুন সাজে দেখা যায় তাদের। তবে এই জায়গায় পুরোপুরি ব্যতিক্রম ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল কোচকে শুধু ট্র্যাকস্যুট পরেই দেখা যায়। কিন্তু কেন? সেই রহস্য্ই এবার উন্মোচন করেছেন জার্মান কোচ।

জার্মান দুই ক্লাব মেইঞ্জ ও বরুসিয়া ডর্টমুন্ড হয়ে এখন লিভারপুলের কোচের দায়িত্বে ক্লপ। ইংলিশ ক্লাবটির সব ম্যাচেই ডাগআউটে তার গায়ে থাকে ট্র্যাকস্যুট। আগের দুই ক্লাবেও একইভাবে আসতেন ম্যাচে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এই বেশ তার ভালো লাগে, তাছাড়া নিজের পরিচয়ও বহন করেন তিনি ট্র্যাকস্যুট পরে। একই সঙ্গে তিনি প্রশংসা করেছেন পেপ গার্দিওলার বেশভূষার।

২০০১ সালে জার্মান ক্লাব মেইঞ্জ দিয়ে কোচিং ক্যারিয়ারের সঙ্গে শুরু তার ট্র্যাকস্যুটের গল্পের। মেইঞ্জের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষে করেই শুরু করেছিলেন কোচিং। কোনও পরিকল্পনা ছাড়া লকার রুমে গিয়ে পাওয়া ট্র্যাকস্যুট পরে সেই যে ডাগআউটে দাঁড়ালেন, এখনও চলছেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে দেওয়া সাক্ষাৎকারে ক্লপের বর্ণনা, ‘আগের দিন ছিলাম খেলোয়াড়, আর পরদিন হয়ে গেলাম কোচ। দুই দিন আগে ক্লাব ছেড়ে যাওয়া একজনের ট্র্যাকস্যুট খুঁজে পেয়েছিলাম লকার রুমে। সেটা এমনকি আমার গায়ে ঠিকমতো লাগেওনি। আমার আসলে সব নজর ছিল ম্যাচের দিকে। আমি কখনও ভাবিনি আমাকে দেখতে কেমন লাগছে।’

অবশ্য ট্র্যাকস্যুট না পরার চেষ্টাও করেছিলেন ডর্টমুন্ডে থাকার সময়। কিন্তু পারেননি, কারণ ট্র্যাকস্যুটেই তিনি আরাম অনুভব করেন, “আমি জানি বিষয়টা খুব ভালো নয়, কারণ আমরা মানুষজনের সামনে কাজ করি। তবে বরুসিয়া ডর্টমুন্ড যাওয়ার পর ভেবেছিলাম, ‘আমার সম্ভবত এটা বদলাতে হবে’। আমি কয়েকবার জিন্স ও শার্ট পরে গিয়েছিলাম মাঠে। কিন্তু আমি একটুও আরাম পাইনি।”

সুন্দর পোশাক পরার বিষয়টিকে মোটেও খারাপ চোখে দেখেন না ক্লপ। বরং এর জন্য আছে তার প্রশংসা। ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলাকে উদাহরণ হিসেবে সামনে আনলেন লিভারপুল কোচ, ‘আমার মতে সবচেয়ে সুন্দর বেশভূষা কোচ হলেন পেপ গার্দিওলা। তিনিই যাই পরেন, দেখে মনে হয় তার জন্য তৈরি হয়েছে। তিনি কিন্তু স্যুট পরেন না, ক্যাজুয়াল থাকেন।’

পোশাক নয়, ক্লপের কাছে ম্যাচের ফলই সবকিছু, ‘পোশাক হচ্ছে আমাদের চরিত্রের একটি অংশ। আপনি যা কিছু পরতে পারেন, তবে সেটি মোটেও গুরুত্বপূর্ণ বিষয় নয়। শেষ পর্যন্ত ম্যাচটাকেই গণনা করা হয়। তবে দুশ্চিন্তার কিছু নেই: আপনি স্যুট কিংবা ট্র্যাকস্যুট যে কোনও কিছু পরেই বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেন। শুধু আরামে থাকতে হবে এই যা।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী