X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আজিমপুরে সমাহিত হেলাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২০, ২০:৪৪আপডেট : ৩০ মে ২০২০, ২১:২৬

আবাহনী ক্লাব প্রাঙ্গণে হেলালকে শেষ শ্রদ্ধা কাছের মানুষদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলাল। এই মৃত্যু শোকের ছায়া নামিয়েছে ক্রীড়াঙ্গনে। তার প্রিয় ক্লাব আবাহনী লিমিটেড গভীর শোকপ্রকাশের পাশাপাশি তিনদিন ক্লাবের পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গোলাম রাব্বানী হেলালের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী, অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাফুফে, মোহামেডান স্পোর্টিং ক্লাব,বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিংসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে  শোকপ্রকাশ করা হয়েছে। আবাহনী ক্লাবের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইন চার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পরিচালনা পর্ষদ,কর্মকর্তা ও খেলোয়াড়দের পক্ষ থেকে শোকবার্তা জানিয়েছে।

মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনস্বরূপ আগামী তিনদিন ক্লাবের পতাকা অর্ধিনিমিত রাখা হবে। এছাড়া ২ জুন মঙ্গলবার বাদ আছর ক্লাব প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ  সকালে রাজধানী স্কয়ার হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন হেলাল। সেখান থেকে বাদ জোহর তার মরদেহ নেওয়া হয় আবাহনী ক্লাবে। সেখানে প্রথম জানাজা হয়। তারপর ধানমন্ডির একটি মসজিদে দ্বিতীয় জানাজার পর মরদেহ নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। সেখানে তৃতীয় ও শেষ জানাজার পর সন্ধ্যায় আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। আবাহনী ক্লাব ও বাফুফেতে তার সতীর্থ ফুটবলার ও কর্মকর্তাসহ ভক্তরা শেষ বিদায় জানাতে আসেন। অনেকেই এ সময় অশ্রুসজল হয়ে পড়েন।

বরিশাল থেকে উঠে এসে ঢাকা আবাহনীর হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবল মাতিয়েছেন এই সুদর্শন ফুটবলার। ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত খেলেছেন আবাহনীতে। ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। খেলা ছেড়ে আবাহনী লিমিটেডের পরিচালক হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে) সদস্য ছিলেন তিনি।

 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি