X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিরিজের শুরুতে রুটকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২০, ১১:৩৮আপডেট : ০৩ জুন ২০২০, ১৩:২৩

ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ইংল্যান্ডে দীর্ঘদিন পর মাঠে ফিরছে ক্রিকেট। করোনাভাইরাসের প্রকোপে এতদিন খেলা বন্ধ থাকলেও দর্শকশূন্য স্টেডিয়ামে ইংলিশদের টেস্ট সিরিজ শুরু হচ্ছে জুলাইয়ে। অবশ্য প্রথম টেস্টেই অধিনায়ক জো রুটকে পাওয়া যাচ্ছে কিনা, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। দ্বিতীয় সন্তান জন্মের সময়টিও কাছাকাছি হওয়ায় এক প্রকার সন্ধিগ্ধ অবস্থানে আছেন রুট!

অবশ্য এমন দোলাচালে থাকার কারণ করোনাভাইরাসের কারণে সৃষ্ট জটিলতাই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে ৮ জুলাই। পরিস্থিতি অনুকূল না থাকায় সিরিজটি হবে জীবানু সুরক্ষিত পরিবেশে। যদিও এক্ষেত্রে খেলোয়াড়দের চলাচলের ওপর কী মাত্রায় নিষেধাজ্ঞা থাকবে সেটি এখনও পরিষ্কার নয়। তার ওপর রুটের স্ত্রী ক্যারির সন্তান জন্মের দিনক্ষণও নির্দিষ্ট নয়। সেটি যদি এই সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হয়েই যায়, তাহলে ওই সময় রুট টিম হোটেল ছেড়ে যেতে পারবেন কিনা বা পুনরায় ভেন্যুর সুরক্ষিত পরিবেশে ফিরতে পারবেন কিনা- এ বিষয়টি নিয়ে তিনি এখনও আলোচনা করছেন কর্তৃপক্ষের সঙ্গে।

রুট নিজেই বললেন সন্তান জন্মের দিনক্ষণটি নিয়ে জটিলতা রয়েছে, ‘দিনক্ষণ নির্ধারিত না হওয়াতে জটিলতা বেড়েছে। তবে বিষয়টি মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমরাও সেভাবে সজাগ থাকছি। কিন্তু বিষয়টি চূড়ান্তভাবে কেমন দাঁড়াবে আমি নিশ্চিত নই।’

তবে রুট যদি নাই থাকতে পারেন, সেক্ষেত্রে বেন স্টোকসকেই নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিচ্ছেন তিনি। এমনিতেই দলে রুটের ডেপুটি বেন স্টোকস। রুট মনে করেন, ‘যদি স্টোকস অধিনায়ক হয় সেটি হবে দারুণ। কারণ সে সব সময়ই উদাহরণ রেখে চলে। বাকিদের নিজের সঙ্গে টেনে নিয়ে চলে সব সময়। খেলোয়াড়দের সেরাটা বের করে আনে, একই সঙ্গে পুরো দলকেই সে টেনে তুলে আনে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ