X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অনলাইন দাবায় ফাহাদ-নোশিনদের অন্যরকম অভিজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ১৫:৫০আপডেট : ০৫ জুন ২০২০, ১৫:৫৯

ফাহাদ রহমান (বাঁয়ে) ও নোশিন আঞ্জুম করোনাভাইরাসের কারণে এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছে অনলাইনে। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে তিন দাবাড়ু খেলেছেন মূল পর্বে। সেখানে অন্যরকম অভিজ্ঞতা অর্জন হয়েছে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, তাহসিন তাজওয়ার জিয়া ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমের।

প্রতিযোগিতায় এশিয়ার সাত জোন থেকে ২১ জন দাবাড়ু চূড়ান্ত পর্বে খেলেছেন। ছেলেদের বিভাগে ফাহাদ হয়েছেন ১২তম। প্রথমবার অনলাইনে এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন ফাহাদ বাংলা ট্রিবিউনের কাছে, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। পারফরম্যান্স ভালোই হয়েছে। অনেক ভালো প্রতিযোগী ছিল। তাদের সঙ্গে খেলে শেখাও গেছে। তবে শুরুতে কিছুটা জড়তা ছিল। আস্তে আস্তে তা কেটে গেছে।’

যদিও দশম শ্রেণিতে পড়ুয়া ফাহাদের আক্ষেপও আছে, ‘দ্রুতগতির এই দাবায় আরও একটু ভালো করতে পারলে ভালো লাগতো। বিশেষ করে যে চার ম্যাচে হেরেছি, তার মধ্যে তিনটিতে তো জেতার মতো অবস্থায় ছিলাম। কিন্তু সময়ের অভাবে ঠিক মতো খেলতে পারিনি। যদি সেখান থেকে দেড় পয়েন্ট পেতাম তাহলে সেরা তিনে থাকার সুযোগ হতো।’

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়া অবশ্য অনলাইন দাবায় আগে থেকেই অভ্যস্ত। এরপরও সুবিধা করতে পারেননি এশিয়ান জুনিয়র দাবায়, ২১ জনের মধ্যে হয়েছেন ২০তম। সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই দাবাড়ু অবশ্য ইতিবাচক দিকই দেখছেন, ‘আমি আসলে ভালো খেলতে পারিনি। ইন্টারনেট মাঝেমধ্যে সমস্যা করছিল। এই প্রতিযোগিতাটি অনেক কঠিনও ছিল। তবে ভারতের জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন অরাধ্য গার্গকে হারিয়েছি। এটাই আমার জন্য অর্জন বলতে পারেন। সবমিলিয়ে ইতিবাচক অভিজ্ঞতাই হয়েছে।’

মেয়েদের বিভাগে মূল পর্বে খেলেছেন নোশিন আঞ্জুম। ১৫তম হওয়া এই দাবাড়ুর নিজের কম্পিউটার নেই। এক সহপাঠীর বাসায় গিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। কষ্ট করে হলেও এই প্রতিযোগিতার অংশ হতে পেরে আনন্দিত তিনি, ‘আমার নিজের কম্পিউটার নেই। বান্ধবীর বাসায় গিয়ে খেলতে হয়েছে। প্রথমবার খেলায় কিছুটা ভয়ও কাজ করছিল। ভালোই লেগেছে খেলতে, তবে আরও ভালো করার সুযোগ ছিল। অনেক কিছু শিখতে পেরেছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম