X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘পিএসজিতে ভালো আছে নেইমার-এমবাপ্পে’

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২০, ১৬:৩৪আপডেট : ০৬ জুন ২০২০, ১৬:৩৭

‘পিএসজিতে ভালো আছে নেইমার-এমবাপ্পে’ দলবদলের বাজারে তারা ‘হট কেক’। নেইমারকে ফেরাতে আগ্রহী বার্সেলোনা, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে রয়েছেন রিয়াল মাদ্রিদের রাডারে। সময়ের অন্যতম সেরা দুই তারকা খেলেন যেহেতু একই ক্লাব প্যারিস সেন্ত জার্মেইয়ে, তাই তাদের দলবদলের আলোচনায় সবচেয়ে বেশি প্রশ্ন কিংবা আতঙ্কের মধ্যে থাকে প্যারিসের ক্লাবটি। যদিও নেইমার-বার্সেলোনার দলবদলের কোনও সম্ভাবনা দেখেন না তাদের ক্লাব সতীর্থ আন্দের এরেরা, কারণ দুজন সুখেই আছেন প্যারিসে।

গত মৌসুমে পার্ক ডু প্রিন্সেস ছাড়তে চেয়েছিলেন নেইমার। বার্সেলোনাও তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু পিএসজির সঙ্গে সমাঝোতায় পৌঁছাতে না পারায় ভেস্তে যায় আলোচনা। এমবাপ্পেও ইঙ্গিত দিয়েছেন দলবদলের। রিয়াল মাদ্রিদের প্রতি তার ভালোবাসা স্পষ্ট। যদিও তাদের সতীর্থ এরেরা জানিয়েছেন, তরুণ দুই ফরোয়ার্ড পিএসজিতেই ভালো আছেন। তাছাড়া ফরাসি চ্যাম্পিয়নরা যে তাদের তারকা খেলোয়াড়দের বিক্রি করবে না, সেটাও জানিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার।

নেইমার নাকি এমবাপ্পে- কাকে ধরে রাখতে বেশি কষ্ট হবে পিএসজির, স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসের প্রশ্নটা ছিল এমন। এরেরা কিন্তু বিক্রির প্রসঙ্গে গেলেনই না, ‘আমি আসলে জানি না, কারণ ক্লাবের আয় কিভাবে আসে কিংবা কিভাবে সেটি খরচ হয়, বলতে পারব না। তবে এতটুকু বলতে পারি তারা (নেইমার-এমবাপ্পে) দুজনই এই প্রকল্পের প্রধান চরিত্র। তাছাড়া আমি তো দেখছি তারা ভালোই আছে এবং পিএসজির সঙ্গে মিশে আছে।’

গত কয়েক বছরে মোটা অঙ্কের অর্থ খরচ করে বিশ্বের সেরা সব খেলোয়াড়কে দলে এনেছে পিএসজি। যার মধ্যে এক নেইমারের পেছনেই খরচ হয়েছে ২২২ মিলিয়ন ইউরো। এমবাপ্পেকে কেনার কথা শোনা যায় ১৬০ মিলিয়ন ইউরো। এত খরচ করা ক্লাব অর্থের জন্য কোনও খেলোয়াড়কে বিক্রি করবে বলে মনে হয় না স্প্যানিশ মিডফিল্ডারের, ‘কথাটা আমি কিলিয়ানের (এমবাপ্পে) সঙ্গে আলোচনা করেছি, তারকা খেলোয়াড় বিক্রি করার ক্লাব নয় পিএসজি, তারা বরং তারকা কিনে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি