X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রিয়ালে হঠাৎই একটু করোনা-আতঙ্ক

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২০, ০১:১১আপডেট : ১০ জুলাই ২০২০, ০৩:৩৫

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: টুইটার শুক্রবার (১০ জুলাই) আলাভেসের সঙ্গে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে করোনাভাইরাস সংক্রমণ হতে পারে এমন সন্দেহে ও সতর্কতার অংশ হিসেবে বৃহস্পতিবার অনুশীলন করতে দেওয়া হয়নি দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে।

করোনাভাইরাসের কারণে তিন মাস পর ফুটবল আবার মাঠে ফিরেছে গত মাসে। মাঠে ফেরার আগে বারবার করোনা পরীক্ষা দিতে হয়েছে, এখনও নির্দিষ্ট সময় পর পরীক্ষা দিতে হচ্ছে। এরই অংশ হিসেবে রিয়াল খেলোয়াড়দের আরেক দফা পরীক্ষা দিতে হয় যাতে ভিনিসিয়ুসের পরীক্ষায় ত্রুটি (এরর) ধরা পড়েছে। কোনও উপসর্গ যদিও ব্রাজিলিয়ান তরুণের শরীরে নেই, তবু সতর্কতার অংশ হিসেবেই তাকে বৃহস্পতিবারের অনুশীলনে রাখা হয়নি। রিয়াল বিকেলেই আবার নতুন করে হওয়া তার পরীক্ষার ফলের অপেক্ষায় ছিল। করোনা নেগেটিভ রিপোর্ট এলেই তাকে দলে রেখে আলাভেসের সঙ্গে ম্যাচের পরিকল্পনা সাজাবেন কোচ জিনেদিন জিদান।  

ঘরের মাঠে আলাভেস ম্যাচের আগেরদিন জিদান ভিনিসিয়ুসের ব্যাপারে সাংবাদিকদের বলেছেন, ‘এটা নেগেটিভও নয়, পজিটিভও নয়। কখনও কখনও পরীক্ষায় এরকম ত্রুটি ধরা পড়ে। এটা ধরা পড়তেই আমরা এবং লা লিগা সিদ্ধান্ত নিয়েছি যে খেলোয়াড়টিকে (ভিনুসিয়ুস) অনুশীলন করতে দেওয়া হবে না।’

ফরাসি ফুটবল মহাতারকা জানিয়েছেন আবারো নেওয়া পরীক্ষার ফল পক্ষে এলে ভিনিসিয়ুস তার পরিকল্পনায় থাকবেন, ‘আমরা দেখবো কী হয়। আজ বিকেলেই আবারও তার পরীক্ষা হবে এবং আমি আশা করি সে আগামীকাল (শুক্রবার) আমাদের সঙ্গে থাকবে।’

দুই মৌসুম পর আবার যে রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা পুনরুদ্ধারের আশা উজ্জ্বল হয়ে উঠেছে, তার পেছনে ভিনিসিয়ুসের অনেক অবদান। দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে ফেলছেন ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান। গোল করছেন, সতীর্থকে দিয়ে করাচ্ছেন। সবকিছুর যোগফল অনাকাঙ্ক্ষিত করোনা-বিরতির পর টানা সাত ম্যাচ জয়, তাতে মূল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থেকেও কার্যত চার পয়েন্টে এগিয়ে যাওয়া।

এদিকে করোনা-সতর্কতার অংশ হিসেবে স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকতে হচ্ছে রিয়ালের ২২ বছর বয়সী ফরোয়ার্ড লুকা ইয়োভিচকে। এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেই বন্ধু পরে করোনা-পজিটিভ হয়েছেন। সন্দেহ বশত ইয়োভিচ নিজেই পরীক্ষা করিয়েছিলেন, রিপোর্ট নেগেটিভ। তবে স্পেন সরকারের নির্দেশনা অনুযায়ী আইসোলেশনে যেতেই হয়েছে সর্বশেষ আথলেতিক ম্যাচের একেবারে শেষদিকে বদলি নামা সার্বিয়ান ফরোয়ার্ডকে।

যে প্রতিশ্রুতি নিয়ে ইয়োভিচ এসেছিলেন রিয়ালে, সেটির এখনও পর্যন্ত পূরণ করতে পেরেছেন অতি সামান্য। তার অভাব খুব একটা অনুভূত হবে না। তবে ভিনিসিয়ুসকে রিয়ালের ভীষণ দরকার। বাকি আছে চারটি ম্যাচ। এর মধ্যে প্লে-মেকার এডেন হ্যাজার্ডকে এস্পানিওল ম্যাচে আবার অ্যাঙ্কেলে চোট পেয়ে টানা দুই ম্যাচ খেলেননি। তবে বিইএন-স্পোর্টস জানিয়েছে, তাকে আলাভেস ম্যাচে পাওয়ার আশা করছেন জিদান। ‘কনকাসানের’ কারণে সর্বশেষ ম্যাচটি না খেলতে পারা রাফায়েল ভারানকেও ফিরে পাচ্ছেন রিয়াল কোচ।

   

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়