X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কানেরিয়াকে বাঁচাতে পারে একমাত্র ইসিবি!

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২০, ২২:১৬আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:১৬

দানিশ কানেরিয়া। আজীবনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদন করেছিলেন দানিশ কানেরিয়া। পিসিবি অবশ্য সরাসরিই বলে দিয়েছে, এক্ষেত্রে কিছুই করার নেই তাদের! কারণ শাস্তিটা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই ইসিবির কাছেই দ্বারস্থ হতে বলা হয়েছে নিষিদ্ধ প্রাপ্ত এই ক্রিকেটারকে।

কানেরিয়ার ঘটনাটি মোটেই নতুন নয়। ২০০৯ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলতে গিয়েই স্পট-ফিক্সিংয়ের মতো অপরাধ করে বসেন। যে জন্য ২০১২ সালে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ইসিবি।

পিসিবি তাই ইসিবির দুর্নীতি বিরোধী আইনটি স্মরণ করে দিয়েছে নিজেদের বিবৃতিতে। সেখানে স্পষ্টই বলা আছে, আর্টিকেল ৬.৮ অনুযায়ী ইসিবির যে ট্রাইব্যুনাল তাকে আজীবনের নিষেধাজ্ঞা দিয়েছে। সেই ট্রাইব্যুনাল প্রধানই তাকে পুনরায় খেলার অনুমতি দিতে পারে।

তাই পিসিবি বলেছে, ‘ইসিবির দুর্নীতি বিরোধী আইনের ৬.৮ ধারা অনুযায়ী পিসিবি আপনাকে ইসিবির সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছে।’

দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে পাকিস্তান টেস্ট দলে খেলেছিলেন কানেরিয়া। লেগ স্পিনার হিসেবে তার অর্জনও কম নয়। নিষেধাজ্ঞার আগে নিয়েছেন ২৬১টি উইকেট!  এই নিষেধাজ্ঞার ফলে পেশাগতভাবে তো অবশ্যই, ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি তার। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে অভিযোগ স্বীকার করে নেন তিনি। তাই পিসিবির ভাষ্য, একমাত্র ইসিবিই তার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!