X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রদ্রিগেজকে উপেক্ষা করছেন জিদান?

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২০, ১৩:৫৯আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৪:২৭

জিনেদিন জিদান। শেষ দুই ম্যাচে কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজকে স্কোয়াডে রাখেননি জিদান। এছাড়াও জিদানের দলে সেভাবে সুযোগই মেলে না তার। জল্পনা শুরু হতে থাকে, হয়তো বাকি মৌসুম তাকে আর খেলাবেনই না রিয়াল মাদ্রিদ কোচ! গ্রানাদার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে কোচ জিদান অবশ্য এসব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়েছেন। সঙ্গে এও বলেছেন, কোনও খেলোয়াড়কেই তিনি উপেক্ষা করেন না।

এই মুহূর্তে শিরোপা জয়ের কাছে রয়েছে রিয়াল মাদ্রিদ। সাত দিনে শেষ তিনটি ম্যাচ খেলবে তারা। সোমবার মুখোমুখি হবে গ্রানাদার বিপক্ষে। এদিনই আবার ২৯ এ পা দিয়েছেন মিডফিল্ডার হামেস। স্বাভাবিকভাবেই কলম্বিয়ান তারকাকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলোই। আবার শুক্রবার হামেসকে নিয়ে জিদানের ভাষ্যতেও ভিন্ন কিছুর ইঙ্গিত ছিল, ‘আমি আসলে জানি না, ও ক্লাবের হয়ে আর খেলবে কিনা।’

হামেসকে নিয়ে প্রশ্ন উঠতেই জিদান বললেন, ‘হামেস খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এটা সে আমাদের দেখিয়েছে। আজকে যেহেতু তার জন্মদিন, তাকে আগে শুভেচ্ছা জানানো উচিত।’

এর পরেই তিনি বলেছেন, ‘সে দলেরই একজন সদস্য। এটা সত্যি কেউ হয়তো বেশি খেলে, কেউবা তার চেয়ে কম। তবে আমি কাউকে উপেক্ষা করি না। কারণ তারা সবাই গুরুত্বপূর্ণ। সে গ্রানাদা উড়ে যাচ্ছে কিনা, তা আপনারা দেখতেই পাবেন। তবে আমি আমার সব খেলোয়াড়ের ওপরই আস্থা রাখি।’

দুই মৌসুম বায়ার্নে খেলে আসার পরই রিয়ালে পুনরায় ফিরেছেন রদ্রিগেজ। গত মাসেও জিদানের সঙ্গে তার মতপার্থক্যের ঘটনা জানা-জানি হয়েছিল। এছাড়া গত বছর তিনি দল বদল করে অ্যাতলেতিকো মাদ্রিদেও যেতে চেয়েছিলেন। কিন্তু ভেস্তে গেছে সেই উদ্যোগ।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি