X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রোনালদোর কাছে রেকর্ডের চেয়ে দলের জয় গুরুত্বপূর্ণ

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২০, ১৮:৩৮আপডেট : ২১ জুলাই ২০২০, ১৮:৫২

রোনালদোর কাছে রেকর্ডের চেয়ে দলের জয় গুরুত্বপূর্ণ স্পেন থেকে ইতালিতে গিয়েও সেই চিরচেনা ক্রিস্টিয়ানো রোনালদো। গোল উৎসবে আছেন মেতে। বয়স ৩৫ ছাড়িয়ে গেলেও পর্তুগিজ যুবরাজের রেকর্ড গড়ার খেলা চলছেই। সোমবার রাতে এক ম্যাচেই গড়েছেন কয়েকটি রেকর্ড। তবে দলীয় খেলা ফুটবলে রোনালদোর কাছে ব্যক্তিগত অর্জন নয়, দলের জয়টাই গুরুত্বপূর্ণ।

টানা তিন ম্যাচ জয়হীনভাবে কাটিয়ে লাৎসিওর বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে পড়েছিল জুভেন্টাস। রোমার ক্লাবটি চলতি মৌসুমে আছে দুর্দান্ত ফর্মে। তবে রোনালদোর আলোকিত পারফরম্যান্সে ঘরের মাঠে তুরিনের ক্লাবটি ২-১ গোলে জিতে সিরি ‘আ’ জেতার পথে ফেলেছে বড় ধাপ। ৩৪ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান থেকে এগিয়ে আছে ৮ পয়েন্টে।

এই ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে করেছেন ২ গোল- ৫১ মিনিটে পেনাল্টি গোলের পর ৫৪ মিনিটে আরও খুঁজে পান জাল। এরই সঙ্গে সিরি ‘আ’তে দ্রুততম ৫০ গোলের রেকর্ড নিজের করে নেন পর্তুগিজ যুবরাজ। ৬১ ম্যাচে গোলের ‘হাফসেঞ্চুরি’ করেছেন তিনি।

রেকর্ড আরও আছে। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ তিন লিগ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি ‘আ’তে ৫০ গোল করেছেন তিনি। জুভেন্টাসের আগে খেলা রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে ঝরিয়ে এসেছেন গোলের বৃষ্টি। এছাড়া এক মৌসুমে ১২ পেনাল্টি কিকের সবগুলো জালে জড়িয়ে ভেঙেছেন রবার্তো বাজ্জিওর আগের রেকর্ড।

এক ম্যাচে এত সব রেকর্ডের জন্ম দেওয়া রোনালদো কিন্তু নির্ভার। নিজের অর্জনের চেয়ে দল যে জিততে পেরেছে, তাতেই তার আনন্দ, ‘রেকর্ড সবসময় দারুণ ব্যাপার, তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। আমার দুর্দান্ত দল এবং সেটা দেখালাম আবারও। যদিও আমরা সবসময় আরও উন্নতি করার চেষ্টায় থাকি।’

৪ ম্যাচ বাকি থাকতে ৮ পয়েন্টে এগিয়ে থাকলেও রোনালদো স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন না। বরং কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছেন তিনি, “শিরোপা জেতাটা সবসময় আনন্দের। তবে আমরা জানি এটা কতটা কঠিন হতে যাচ্ছে। ঘরের মাঠের এই জয়ে আমরা আনন্দিত। এখনও চার ম্যাচ বাকি আছে, আমরা কোনও ভুল করতে চাই না। কারণ জানা আছে সিরি ‘আ’ কতটা কঠিন।”

রোনালদোকে হাতছানি দিচ্ছে আরও কিছু রেকর্ড। যার একটি এক মৌসুমে ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার। এখন পর্যন্ত ৩০ গোল নিয়ে তিনি যৌথভাগে শীর্ষে আছেন চিরো ইমোবিলের সঙ্গে। বাকি থাকা চার ম্যাচে ৭ গোল করতে পারলেই সিরি ‘আ’ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটা চলে যাবে রোনালদোর দখলে। রেকর্ডটার মালিক এখন রোনালদোরই ক্লাব সতীর্থ গনসালো হিগুয়েইন। ২০১৫-১৬ মৌসুমে নাপোলির হয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার করেছিলেন ৩৬ গোল। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন