X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘লেভানদোভস্কি অসাধারণ, তবে মেসির পর্যায়ের নয়’

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ২১:৫৪আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৫৯

‘লেভানদোভস্কি অসাধারণ, তবে মেসির পর্যায়ের নয়’ বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ ম্যাচ ঘিরে আলোচনায় আরেকটি দ্বৈরথ। সেটি লিওনেল মেসি ও রবার্ত লেভানদোভস্কির ব্যক্তিগত লড়াই। দুই দলের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন জানিয়েছেন, জার্মান ক্লাবটির স্ট্রাইকার দুর্দান্ত হলেও মেসি অন্য পর্যায়ের।

ঘরোয়া ডাবল জিতেছে বায়ার্ন মিউনিখ। তাদের সাফল্যের নেপথ্যে লেভানদোভস্কি। গোল উৎসব করে পোলিশ স্ট্রাইকার অসাধারণ সব জয় উপহার দিয়েছেন তাদের। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ (শুক্রবার দিবাগত) বায়ার্নের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচের আগে ফর্মে থাকা লেভানদোভস্কির দিকে আলাদা নজর রাখতেই হচ্ছে বার্সেলোনাকে।

এবারের মৌসুমটা মোটেও ভালো যায়নি কাতালানদের। কোপা দেল রে ও লা লিগা শিরোপা হারানোর পর সবেধন নীলমণি হয়ে ‍আছে চ্যাম্পিয়নস লিগ। সেখানেও তারা বায়ার্নের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে। লিসবনের কোয়ার্টার ফাইনালে তাদের সবচেয়ে বেশি ভাবনা দুর্দান্ত ফর্মে থাকা লেভানদোভস্কিকে ঘিরে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে যিনি করেছেন ‍জোড়া গোল।

পোলিশ স্ট্রাইকারের সামর্থ্য সম্পর্কে জানা আছে বার্সা কোচ সেতিয়েনের। তাকে প্রশংসাও ভাসিয়েছেন তিনি। তবে তার দলের সেরা খেলোয়াড় মেসি যে অন্য পর্যায়ের, সেটিও বুঝিয়ে দিয়েছেন পোলিশ তারকার ‍প্রশংসা করার সময়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মেসি-‍লেভানদোভস্কির দ্বৈরথ প্রসঙ্গে ‍সেতিয়েন বলেছেন, ‘লেভানদোভস্কি চমৎকার খেলোয়াড়, তবে ‍মেসির পর্যায়ের নয়।’

সঙ্গে যোগ করেছেন, ‘এটা সত্যি লেভানদোভস্কি দারুণ ফর্মে আছে ‍এবং বায়ার্নের সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। অসাধারণ পারফরম্যান্স তার। তবে মেসিও দারুণ ‍ছন্দে, যেটা নাপোলি ম্যাচে আমরা ইতিমধ্যে দেখেছি। ভালো খবর হলো, দুজনই মাঠে থাকছে এবং আমরা উপভোগ্য লড়াই দেখতে যাচ্ছি।’

নাপোলির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পায়ে আঘাত পেয়েছিলেন মেসি। কোয়ার্টার ফাইনালে তার খেলা নিয়েও জন্মেছিল সংশয়। তবে সব শঙ্কা উড়িয়ে শতভাগ ফিট হয়েই নামতে যাচ্ছেন তিনি বায়ার্ন ম্যাচে। অন্য সব সময়ের মতো তার দিকে আজও তাকিয়ে থাকবেন কাতালান সমর্থকরা।

তবে মেসির একার কাঁধে সব দায়িত্ব দিতে নারাজ সেতিয়েন, ‘সে আমাদের সাহায্য করবে, তবে আমার দলীয় শক্তিতেই আস্থা। লিও অবশ্যই অবদান রাখবে। তবে অন্য সব খেলোয়াড়ের মতো দলীয় শক্তি ছাড়া মেসির কার্যকারিতাও কম হবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা