X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুক্তি মিললো রোনালদিনহোর

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ১২:৪২আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৩:০৮

বামে রোনালদিনহো ও ডানে তার ভাই রবার্তো। সুখবরই দিলেন রোনালদিনহো। জাল পাসপোর্ট নিয়ে ভাই রবার্তোর সঙ্গে প্যারাগুয়েতে অনুপ্রবেশ করেছিলেন। যে অভিযোগে আটক হয়ে একমাস কেটেছে কারাগারে। তার পর ভাইসহ গত এপ্রিল থেকে গৃহবন্দী ছিলেন আসুনসিওনের একটি হোটেলে। অবশেষে ভাইসহ ‍মুক্তি মিলেছে ৪০ বছর বয়সী সাবেক ব্রাজিলিয়ান এই তারকার।

সোমবার দুই ভাইকে মুক্তি দিয়েছেন প্যারাগুয়ের বিচারক গুস্তাভো আমারিল্লা। দুই ভাই মুক্তি পেলেও ক্ষতিপূরণ বাবদ ২ লাখ ডলার দিতে বাধ্য থাকবেন। যেখানে রোনালদিনহোকে দিতে হবে ৯০ হাজার আর তার ভাইকে দিতে হবে ১ লাখ ১০ হাজার ডলার।

বিচারক আরও বলেছেন, মুক্তি পাওয়ার ফলে রোনালদিনহোর ক্ষেত্রে যে কোনও ধরনের ভ্রমণে কোনও বাধা নেই। তবে তিনি যদি নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করেন, তাহলে অবশ্যই তাদের জানাতে হবে। আর এমনটি করতে রোনালদিনহো বাধ্য থাকবেন এক বছর!

ব্রাজিলিয়ান সাবেক তারকা পুরোপুরি মুক্ত হলেও তার ভাইয়ের ক্ষেত্রে বিষয়টি তেমন থাকছে না। রবার্তোর ক্ষেত্রে দেওয়া হয়েছে দুই বছরের বিলম্বিত সাজা। ফলে বিষয়টি অপরাধমূলক নথিতে অন্তর্ভুক্ত থাকবে। এই কারণে রবার্তো ব্রাজিল পৌঁছালে দেশ ছেড়ে যেতে পারবেন না দুই বছর। আর এই সময়ে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের কাছে রিও ডি জেনেইরোতে হাজিরাও দিতে হবে তাকে।

প্রসঙ্গত, রোনালদিনহো প্যারাগুয়েতে গিয়েছিলেন খুদে ফুটবলারদের একটি ফুটবল ক্লিনিক উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে। কিন্তু ব্রাজিলের প্রতিবেশী দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে যে রোনালদিনহো ভাই সহ জাল পাসপোর্ট নিয়ে অনুপ্রবেশ করেছেন। তার পর থেকেই থানা-পুলিশ আর আইন-আদালত নিয়ে ব্যস্ত থাকতে হয় ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ককে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!