X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস হকিতে নৌ বাহিনী সেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৫, ২১:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:১৫

বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও বিকেএসপি ফু-ওয়াং পলিমার ইন্ডাস্ট্রিজ লি. বিজয় দিবস হকির শিরোপা জয় করেছে বাংলাদেশ নৌ বাহিনী। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নৌ বাহিনী ৩-২ গোলে বিকেএসপিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে খেলা ১-১ গোলে ড্র ছিল।
খেলার ১০ মিনিটে মাইনুল ইসলাম কৌশিকের ফিল্ড গোলে এগিয়ে গিয়েছিল নৌ বাহিনী। আশরাফুল ইসলাম, যিনি জাতীয় দলে তার পেনাল্টি কর্নার মারার দক্ষতার জন্য জায়গা করে নিয়েছেন। ২১ মিনিটে সমতা আনেন তিনি। প্রথমার্ধে নৌ বাহিনী আরেকটি গোলের সুযোগ পেয়েছিল কিন্তু হাসান জুবায়ের নিলয় তা গোলে পরিণত করতে পারেননি।
দ্বিতীয়ার্ধেও আবার হাড্ডাহাড্ডি লড়াই, রোমান সরকারের করা ৪৬ মিনিটের গোলে আবারও নৌ বাহিনী এগিয়ে যায়, সেই অগ্রগামিতা স্থায়ী হয়েছিল মাত্র ছয় মিনিট। সোহানুর রহমানের করা ফিল্ড গোলে আবারও সমতা আসে খেলায়। জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেন লেফট ব্যাক ফরহাদ আহমেদ শিটুল। ৬১ মিনিটে করা তার পেনাল্টি কর্নারের গোলটি শিরোপা পাইয়ে দেয় নৌ বাহিনীকে।

চ্যাম্পিয়ন দল ৫০,০০০  টাকার ও রানার্স আপ দলকে ৩০,০০০ টাকার প্রাইজমানি দেওয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হন বিকেএসপির ফজলে হোসেন রাব্বি। ১১ টি গোল করে সর্বাধিক গোলদাতা বিকেএসপির আশরাফুল ইসলাম। দুজনেই পেয়েছেন ১০ হাজার টাকা পুরস্কার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল আবু এসরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা লি. এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এছাড়াও এসময়ে ফেডারেশনের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ শিকদার, খাজা রহমতউল্লাহ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

/আরএম/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ