X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চেন্নাইয়ের জয় দিয়ে শুরু করোনাপীড়িত আইপিএল

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২০, ০১:৫২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০২:২৬

বিজয়ী চেন্নাই অধিনায়ককে মুম্বাই অধিনায়কের অভিনন্দন       -টুইটার শেষ তিন ওভারে দরকার ছিল ২৯ রান। অর্থাৎ জিততে হলে বাকি ৭ উইকেট হাতে নিয়ে ওভার পিছু করতে হবে ৯.৬৬ রান। সহজ নয়। পরের ওভারের প্রথম বলেই ক্রুনাল পান্ডিয়ার বাঁহাতি স্পিনে বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এলবিডব্লিউ। চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফাটকা খেললেন, নামিয়ে দিলেন স্যাম কারেনকে। সদ্যই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে আসা এই মিনি অলরাউন্ডারেই বাজিমাত। পর পর মেরে দিলেন ছক্কা ও চার। কারেনের ছয় বলে ১৮ রানেই চেন্নাই জয়ের কাছে। শেষ ওভারে প্রয়োজনীয় পাঁচ রান দুটি চারে তুলে নেন ফাফ ডু প্লেসি।

গত আইপিএলের ‘ফাইনালের পুনরাবৃত্তি’ দিয়ে শুরু এবারের আইপিএলের। কিন্তু শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফলের পুনরাবৃত্তি হয়নি। ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ৫ উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে।

মুম্বাই ম্যাচ থেকে মানসিকভাবে পিছিয়ে পড়ে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ১৬২ রানের বেশি করতে না পারায়। পাওয়ার প্লে-তে ৫১ রান তোলে রোহিতের দল, মাঝের ৯ ওভারে তোলে ৭৫ রান, কিন্তু শেষ ৫ ওভারে ৪ উইকেট খুইয়ে করতে পেরেছে মাত্র ৩৬ রান। এর পেছনে ফিল্ডার ডু প্লেসির বিরাট অবদান। লংঅন-লংঅফ বাউন্ডারিতে দাঁড়িয়ে তার নেওয়া অসাধারণ তিনটি ক্যাচই মুম্বাইকে বেশিদূর যেতে দেয়নি। জাদেজার করা ১৫তম ওভারেই ফিরিয়েছেন দলের সর্বোচ্চ স্কোরার সৌরভ তিওয়ারি (৩১ বলে ৪২) ও হার্দিক পান্ডিয়াকে। তিওয়ারির ক্যাচ নিয়েছেন সীমানার বাইরে যাওয়া বল শরীরের ভারসাম্য রেখে। পান্ডিয়া ও প্যাটিনসনের ক্যাচ দুটিও একেবারে সীমানা দড়ির কাছ থেকে লুফেছেন দারুণভাবে।

রান তাড়ায় চেন্নাইয়ের দুই নায়ক অম্বাতি রায়ডু ও ডু প্লেসি। স্কোরবোর্ডে মাত্র ছয় রান জমা হতে ২ উইকেট হারানো দলকে তারা জয়ের রাস্তায় ফিরিয়েছেন তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়ে। ডু প্লেসি একপ্রান্ত ধরে রেখেছেন, আক্রমণ করেছেন রায়ডু। তিন ছক্কা ও ছয় চারে ৪৮ বল থেকে ৭১ করে রায়ডু ফিরতি ক্যাচ দিয়েছেন লেগস্পিনার রাহুল চাহারকে। ১৮ রানের ছোট্ট ঝোড়ো ইনিংসে দলকে জয়ের কাছে নিয়ে গেছেন কারেন। আর মন্থর গতিতে এগোনো ডু প্লেসির ৪৪ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংসেই  ৪ বল বাকি থাকতে সমাপ্তিরেখা পেরিয়েছে চেন্নাই। মুম্বাইয়ের চ্যাম্পিয়ন পেসার যশপ্রীত বুমরা ৪৩ রান রান দিয়ে ম্যাচেরই সবচেয়ে খরুচে বোলার। ম্যান অব দ্য ম্যাচ অম্বাতি রায়ডু। পাঁচ ম্যাচ পর মুম্বাইকে হারালো চেন্নাই।

তবে মধুর এই জয়টা তাদের দর্শক মাঠে সমবেত হর্ষধ্বনিতে উদযাপন করতে পারলো না। একে তো করোনাভাইরাসের কারণে ভিন দেশে খেলা, করোনা-সতর্কতা থেকেই সেটাও দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে ভারতের ক্রিকেট জনতা তারপরও খুশি যে আইপিএল শুরু তো হলো। 

সংক্ষিপ্ত স্কোর: 

মুম্বাই: ২০ ওভারে ১৬২/৯, চেন্নাই: ১৯.২ ওভারে ১৬৫/৫ 

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা