X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৪ বলেই শেষ মিচেল মার্শের আইপিএল

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৪

মিশেল মার্শের আইপিএল শেষ দ্বিতীয় বলে মোচড় খেলেন পায়ে, যন্ত্রণা সহ্য করে যদিও আরও দুই বল করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মাঠ ছেড়েই বেরিয়ে যেতে হলো মিচেল মার্শকে। পরে সানরাইজার্স হায়দরাবাদ থেকে জানালো হয়েছে, ২০২০ সালের আইপিএলই শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের। ডান পায়ের অ্যাঙ্কেলের চোটে পড়ার আগে এবারের আইপিএলে তার স্থায়িত্ব মাত্র ৪ বল!

গত সোমবার নিজেদের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচে ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়া মিচেল মার্শকে এর আগেও আইপিএলে এমন পরিণতি বরণ করতে হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বার চোট শেষ করে দিলো তার কুড়ি ওভারের এই লড়াই। এর আগে ২০১৭ সালে পুনে রাইজিং সুপারজায়ান্টের হয়ে নামলেও কাঁধের চোটে ছিটকে গিয়েছিলেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার।

তার জায়গায় হায়দরাবাদ যোগ করেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে। ফ্র্যাঞ্চাইজিটিতে এবার দিয়ে দ্বিতীয়বার নাম লেখালেন তিনি। এর আগে হায়দরাবাদে ২০১৪-১৫ মৌসুমে খেলা হোল্ডারের সব মিলিয়ে এটি চতুর্থ আইপিএল। খেলেছেন চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে।

টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করলেও সীমিত ওভারের ক্রিকেটে এখনও নড়বড়ে হোল্ডার। এবারের আইপিএলের নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি, কিন্তু কোনও দলই তাকে কেনার আগ্রহ দেখায়নি। তবে মিচেল মার্শের চোট খুলে দিলো তার আইপিএলের দরজা।

খারাপ খবরের মধ্যে হায়দরাবাদ ভক্তদের জন্য খুশির খবর হলো, কেন উইলিয়ামসনের সুস্থ হয়ে ওঠা। ২৬ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটি পাচ্ছে নিউজিল্যান্ড অধিনায়ককে। এছাড়া মাথায় আঘাত পাওয়া রশিদ খানকে নিয়েও কোনও সংশয় নেই। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!