X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্যর্থতার দায় নিলেন মারুফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৫, ২০:০৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২০:০৮

ব্যর্থতার দায় নিলেন মারুফ ২০০৩ সালে ঢাকায় সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। শিরোপা পুনরুদ্ধারের দায়িত্ব নিয়েছিলেন নতুন কোচ মারুফুল হক। দেশ ছাড়ার আগে বলেছিলেন সাফ চ্যাম্পিয়নশিপই জেতাই বাংলাদেশের লক্ষ্য।
অথচ টুর্নামেন্টের চতুর্থ দিনেই বিদায় ঘন্টা বেজে গেল মারুফুলের দলের। স্বপ্নের সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক। ম্যাচের পর সে কথাই জানালেন তিনি। মারুফ বলেন, ‘আমাদের প্রকৃত মান আবারও উন্মোচন হলো। ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হতে পারে। কারণ পাইপলাইনে কোনও খেলোয়াড় নেই।’ ফুটবলপ্রেমীদের আশাহত করার দায়টা নিয়ে অকপটে তিনি বলেন,‘এই ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার আমার। এখানে খেলোয়াড়দের বা অন্য কারও কোনও ভুল বা দোষ নেই। আমি পারিনি দলকে সফল করতে।’

’কোয়ালিটি’ খেলোয়াড়ের অভাব রয়েছে নিঃসন্দেহে। বাংলাদেশে ফুটবলারদের সামর্থ্যের সীমাবদ্ধতাও অনেক। তবে গত দুই ম্যাচে কোচ মারুফেরও ভুল ছিল। যেমন আফগানিস্তানের বিপক্ষে আক্রমণাত্মক খেলাটা ছিল ভুল রণকৌশল। কালকের ম্যাচেও হয়েছে আরেকটি ভুল। ৮৭ মিনিটে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। স্কোরলাইন ড্র থাকলে সেমিতে খেলার সম্ভাবনা কিছুটা হলেও জিইয়ে থাকত বাংলাদেশের। ভূটানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে সেমিতে খেলার সম্ভাবনা ছিল। ম্যাচে ফেরার পরেও বাংলাদেশ রক্ষণে মনোযোগ না দিয়ে অ্যাটাকিং খেলেছে। কোচ মারুফের মাথায় হয়তো গাণিতিক হিসাবের বিষয়টি কাজ করেনি। তিনি বলেন,‘জয়ের কোনও বিকল্প ছিল না। আমরা জয়ের জন্য খেলেছি। অ্যাটাকিং খেলার পর কাউন্টার অ্যাটাকে এমন গোল হতেই পারে।’ জয়ের জন্য খেলতে গিয়ে ৪ জন ডিফেন্ডার নিয়ে শুরু করলেও দ্বিতীয়ার্ধে ডিফেন্সে এক জন কম খেলিয়ে পাঁচ জন মিডফিল্ডার খেলিয়েছেন মারুফ। নিজে ব্যর্থতার দায় নিলেও বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকেও কিছুটা এই ভরাডুবির কারণ হিসেবে উল্লেখ করেছেন,‘মানসিকতার উন্নয়ন না হলে ফুটবলের উন্নয়ন হবে না। ঘরোয়া ফুটবলেও আমাদের ফুটবলাররা এক গোলে পিছিয়ে পড়লে ম্যাচ জয়ের তাগিদ থাকে না। ’

মানসিকতার সমস্যাকে বড় করেই দেখছেন মারুফ। তার মতে, ‘অনেক বিষয়ে আমরা এগিয়ে থাকলেও মানসিকভাবে আমরা পিছিয়ে। প্রতিপক্ষের তুলনায় আমরা যে ভালো করতে পারি, তা এখনও আমাদের খেলোয়াড়দের মধ্যে আয়ত্ব হয়নি।’

দলবদলে বড় দর হাঁকানো খেলোয়াড় জাহিদ হোসেন গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন সবচেয়ে নিস্প্রভ। প্রথমার্ধে দুই একটি থ্রু-ক্রস দেওয়া ছাড়া জাহিদকে খুঁজে পাওয়া যায়নি। অসংখ্য বল মিস করেছেন, ভুল পাস দিয়েছেন। তিন জন খেলোয়াড় পরিবর্তন করলেও জাহিদকে পুরো ম্যাচেই খেলিয়েছেন মারুফ। কোচের ব্যাখ্যা,‘জাহিদ ম্যাচ উইনিং খেলোয়াড়। যে কোনও সময় ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারে। এজন্যই তার প্রতি আস্থা রেখেছিলাম।’

অধিনায়ক মামুনুল ইসলাম আসন্ন মৌসুমে ৫০ লাখ টাকার ওপরে চুক্তিবদ্ধ হচ্ছেন। সাফের দুই ম্যাচেই ছিলেন ফ্লপ। কালকের ম্যাচে মালদ্বীপের চেয়ে বেশি কর্নার পেয়েছে বাংলাদেশ। প্রতিটি কর্নারই নিয়েছেন মামুন। দুই-একটি ছাড়া কোনও কর্নারই প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়াতে পারেনি। একজনকে দিয়ে কর্নার অনুশীলনেরই ফল এটি। মালদ্বীপের কোচ রিকি হার্বাট ম্যাচ জয়কে স্বাভাবিকভাবেই দেখছেন,‘ ১-১ হওয়ার পরেও আত্মবিশ্বাস ছিল ম্যাচ জয়ের। ফুটবলে শেষ মুহূর্তে গোল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।’

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন