X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে কোচ বানিয়েছে নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২০, ১৫:৪৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৫:৫৩

বামে আসাঙ্কা গুরুসিনহা। আফ্রিকান ক্রিকেটে ধীরে ধীরে উত্থান হচ্ছে নাইজেরিয়ার। আরও এগিয়ে যেতে এবার তারা কোচ হিসেবে নিয়োগ ১৯৯৬ বিশ্বকাপ জয়ী সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান আসাঙ্কা গুরুসিনহাকে। তিনি একই সঙ্গে দেশটির হাইপারফরম্যান্স ইউনিটেরও দায়িত্ব পালন করবেন।

গত বছর থেকেই নিজেদের উত্থানের কথা জানান দিচ্ছে নাইজেরিয়া। এই বছরে খেলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারেও খেলেছে তারা। নাইজেরিয়া মেয়েদের ক্রিকেটেও পিছিয়ে নেই। গত বছর জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে তারা অংশ নিয়েছে। এখন তাদের লক্ষ্যটা আরও উঁচুতে। গুরুসিংনহার নিয়োগ তেমন কিছুরই ইঙ্গিত। এই মাস থেকে দায়িত্ব পেয়ে তিনি স্থানীয় কোচদেরও ট্রেনিং করাবেন। অবশ্য বড় লক্ষ্য থাকায় তাকে আনুষ্ঠানিকভাবে ৮ ডিসেম্বর বরণ করবে নাইজেরিয়ার ক্রিকেট ফেডারেশন।

৫৪ বছর বয়সী গুরুসিনহা শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১৯৮৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় বছরটাই হলো ১৯৯৬। শ্রীলঙ্কাকে সেবার বিশ্বকাপ জেতাতে তারও অন্যতম অবদান ছিল। ৬ ইনিংসে ৫১.১৬ গড়ে করেছেন ৩০৭ রান। এছাড়া তিনি লঙ্কানদের হয়ে ৪১টি টেস্টে করেছেন ২ হাজার ৪৫২ রান। ১৪৭ ওয়ানডেতে অর্জন ৩ হাজার ৯০২ রান। যেখানে রয়েছে দুটি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি। খণ্ডকালীন মিডিয়াম পেসারও হিসেবেও কম ছিলেন না। নিয়েছেন ৪৬টি উইকেট!

‘এ’ লেভেল-৩ কোচ গুরুসিনহা সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকটে দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  এছাড়া গুরুত্বপূর্ণ অনেক পদেই দায়িত্ব পালন করেছেন, ছিলেন শ্রীলঙ্কার নির্বাচক। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শকও।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন