X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মাশরাফি ‘পাস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ১৪:০২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৪:১৩

মাশরাফি ‘পাস’ ফিটনেস পরীক্ষায় পাস করলেন মাশরাফি মুর্তজা। ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে আর কোনও বাধা রইলো না তার। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।

আজ (রবিবার) সকালে মিরপুরের ইনডোরে ফিটনেস টেস্ট দেন মাশরাফি। ফল পাওয়ার পর নিজেই দিয়েছেন খুশির খবরটা, ‘ফিটনেসের অবস্থা বেশ ভালোই আছে। আজ সকালে বিসিবির আয়োজনে ফিটনেস টেস্ট দিয়েছি। ফিটনেস টেস্টে পাস করেছি। পরের ধাপ হিসেবে করোনা পরীক্ষার নমুনাও দিয়েছি আজ। কালই (সোমবার) ফল পাওয়া যাবে। এরপর বিসিবির নিয়ম অনুযায়ী আমার দল চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে।’

সাবেক অধিনায়কের ফিটনেস পরীক্ষার ব্যাপারে বিসিবি ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেছেন, ‘মাশরাফি আজ সকালে ফিটনেস টেস্ট দিয়েছেন। উনি পাস করেছেন। এখন তার টুর্নামেন্টে খেলতে আর কোনও বাধা নেই।’

দীর্ঘ ১০ মাস পর খেলতে নামবেন মাশরাফি। ঠিক কতটা ফিট দেখলেন? তুষার জানালেন, ‘যথেষ্ট ভালো মানে হয়েছে। ম্যাচ ফিটনেস তো ভিন্ন কিছু। আমার মনে হয়েছে কোনও সমস্যা নেই। তবে মাশরাফি কী প্রক্রিয়ার খেলবে, সেটি বোর্ড নির্ধারণ করবে।’

মাশরাফিকে নিয়ে ইতিমধ্যে তিনটি দল আগ্রহ প্রকাশ করেছে। প্রথমে ফরচুন বরিশাল, এরপর জেমকন খুলনা মাশরাফিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে বিসিবি বরাবর চিঠি দিয়েছে। আর শনিবার মিনিস্টার গ্রুপ রাজশাহী তার জন্য চিঠি দেয়।

ইনজুরিতে থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফির। তবে বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের খেলার পথ খোলা রেখেছিল বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনও দল তাকে দলে নিতে পারবে। একাধিক দল আগ্রহ প্রকাশ করলে তখন লটারি করা হবে। আগামীকাল (সোমবার) লটারির মাধ্যমে মাশরাফির দল নির্বাচন করা হবে।

রবিবার ফিটনেস পরীক্ষা দেওয়া ছাড়াও করোনার নমুনা দিয়েছেন মাশরাফি। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন মাশরাফি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা