X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পৃষ্ঠপোষকদের পছন্দেই সাফ ২০১৭-এর আয়োজক বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৬, ১৯:০৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৯:১৭

পৃষ্ঠপোষকদের পছন্দেই সাফ ২০১৭-এর আয়োজক বাংলাদেশ স্বশরীরে বাংলাদেশের কোনও প্রতিনিধি কেরালায় উপস্থিত না থাকলেও এবং আনুষ্ঠানিক প্রস্তাব না দেওয়া সত্ত্বেও কেরালায় সাফ কংগ্রেসে ২০১৭ সালের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
ভুটান ও মালদ্বীপ ছিল আনুষ্ঠানিক দাবিদার। কিন্তু শেষ মুহূর্তে ভুটান নাম প্রত্যাহার করে নেয়। তবে স্পন্সর প্রতিষ্ঠান ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের ইচ্ছায় ২০১৭ সালের ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশকে।
এ নিয়ে ২০০৯ সালের পর আবার সাফের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। সাফের পরবর্তী আসর পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে পাকিস্তান আয়োজক হতে পারছে না। মালদ্বীপ স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত বাংলাদেশই আয়োজক হচ্ছে। সাফের সভা শেষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মালদ্বীপে স্পন্সর প্রতিষ্ঠানের বাজার নেই। ভারতের পর স্পন্সর প্রতিষ্ঠানের দ্বিতীয় বাজার বাংলাদেশ। স্পন্সরের আগ্রহের ভিত্তিতেই বাংলাদেশকে সাফের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ’

এটাই আফগানিস্তানের শেষ সাফ। পরবর্তী সাফে অতিথি দল হিসেবে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হবে কিনা বা অন্য দল দিয়ে আফগানিস্তানের শূন্যস্থান পূরণ হবে কিনা এই ব্যাপারে সাফ সাধারণ সম্পাদক বলেন, ‘এই বিষয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। ২৫ ফেব্রুয়ারি সাফের পরবর্তী সভায় এ নিয়ে আবার আলোচনা হবে।’

সাফ সভাপতি কাজী সালাউদ্দীন সভায় অনুপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাড়া অন্য সাত দেশের প্রতিনিধি সাফের সভায় উপস্থিত ছিল।

এছাড়া ছয় বছর পর হয়তোবা আলোর মুখ দেখছে প্রস্তাবিত সাফ ক্লাব কাপ। স্পন্সরের অপ্রতুলতা, ভারতের ব্যস্ত সূচির জন্য ক্লাব কাপ চ্যাম্পিয়নফিপ আলোর মুখ দেখেনি। আজ সাফের নির্বাহী সভায় ক্লাব কাপের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর ডিসেম্বরে ক্লাব কাপের অভিষেক আসর হবে বাংলাদেশে। বাংলাদেশ অবশ্য এই ব্যাপারে কোনও আগ্রহ প্রকাশ করেনি। সাফের স্পন্সর ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের প্রস্তাবের প্রেক্ষিতেই বাংলাদেশকে স্বাগতিক করা হয়েছে। ছয় দেশের লিগ চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশের দুই দল খেলবে।

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা প্রস্তাবটা পেয়েছি মাত্র। এর সবদিক যাচাই বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও এ ব্যাপারে কিছু বলার সময় হয়নি।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি