behind the news
IPDC  ad on bangla Tribune
Vision  ad on bangla Tribune

শিরোপা দিয়ে বছর ‍শুরু জকোভিচের

স্পোর্টস ডেস্ক১৪:০২, জানুয়ারি ১০, ২০১৬

কাতার ওপেনের শিরোপা হাতে জকোভিচবছরটা জয় দিয়েই শুরু করলেন নোভাক জকোভিচ। ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে কাতার ওপেনের শিরোপা জিতেছেন সার্বিয়ান এই তারকা। 
বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর এই তারকা প্রতিপক্ষ নাদালকে হারিয়েছেন সহজেই। হারিয়েছেন ৬-১, ৬-২ গেমে। এই খেলায় জিততে জকোভিচ সময় নেন এক ঘণ্টা ১৩ মিনিট।
এ নিয়ে ক্যারিয়ারের ৬০তম শিরোপা জিতলেন জকোভিচ। এছাড়া এই দুজনের মুখোমুখি লড়াইয়ে নিজেকে আরও একধাপ এগিয়ে নিলেন তিনি। ৪৭ ম্যাচে বেশিরভাগই জিতেছেন জকোভিচই। জিতেছেন ২৪ বার।
জয়ের পর নিজের অনুভূতিতে তিনি বলেন, ‘ম্যাচটির শুরু থেকেই মনের মতো টেনিস খেলতে পেরেছি। যেভাবে যে শট খেলতে চেয়েছি সেভাবেই খেলেছি এবং তাতে আমি নিজেই সন্তুষ্ট।’
এ নিয়ে টানা ১৬তম ফাইনাল খেলেছেন জকোভিচ। সর্বশেষ গত বছরের আগস্টে হারের তিক্ত স্বাদ নিয়েছিলেন। এই টুর্নামেন্ট থেকে জকোভিচের আয় হচ্ছে ২০১,১৬৫ মার্কিন ডলার।

/এফআইআর/

ULAB
Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ